উইকিলিকস: মার্কিনীদের চোখে বঙ্গবন্ধু হত্যা

বাংলাদেশ স্বাধীন হবার আগেই, মানে ১৯৭১ সালের মার্চের শুরুতেই মার্কিন গোয়েন্দারা অনুমান করেছিল যে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করতে পারবেন ঠিকই, তবে স্বাধীন বাংলাদেশের সূচনা খুব একটা সুখকর হবে না। কেননা পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতি, সম্পদের সীমাবদ্ধতা এবং অদক্ষ ও নিরক্ষর একটা জনগোষ্ঠীর বোঝা থাকবে আওয়ামী লীগের ঘাড়ে। তাদের ধারণা ছিল অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে না পারলে দলের ঐক্য ভেঙ্গে পড়বে এবং জনগণ হয়তো শেখ মুজিবকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। এর ফলে রাজনীতিতে চরমপন্থার প্রবেশ ঘটবে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু বাকশাল গঠনের পর ঢাকাস্থ আমেরিকান দূতাবাস ওয়াশিংটনে যেসব গোপন বার্তা পাঠায়, সেখানে কয়েকবার বঙ্গবন্ধু সরকারের পতনের সম্ভাবনার দিকে ঈঙ্গিত করা হয়েছিল।

১৫ই আগস্টের বর্বরোচিত হামলা থেকে শুরু করে পরবর্তী কয়েকদিনে রাজনীতির মাঠে ও সশস্ত্র বাহিনীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে সিআইএ এবং ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের প্রকাশ হওয়া বিভিন্ন নথি থেকে অনুবাদ থাকবে তথ্যমূলক এই সিরিজে। কয়েক বছর আগে দূতাবাসের নথিগুলো প্রকাশ করে উইকিলিকস। তারপর সিআইএ’র ফাইলগুলো উন্মুক্ত করা হয় অনলাইনে। 

কোন এক অজানা কারণে ৬ই আগস্ট থেকে ১৪ই আগস্ট পর্যন্ত সময়ের কোন ঢাকাস্থ দূতাবাসের পাঠানো তারবার্তা বা সিআইএ’র প্রতিবেদন পাওয়া যায়নি।