দ্য কিউরিয়াস কেইস অফ ইভ্যালি!

‘ইভ্যালিতে হচ্ছেটা কী?’- বর্তমানে চায়ের কাপ থেকে শুরু করে কীবোর্ডে তুফান উঠানো এক টপিক; একদিকে এই গুণগান তো আরেকদিকে অভিযোগের ডালি, একপাশে আর্গুমেন্ট তো আরেকপাশে ক্ষুরধার কাউন্টার! আসলেই তো, হচ্ছেটা কী? হালের সেনসেশন ইকমার্স কোম্পানি ইভ্যালির বিজনেস স্ট্রাটেজি নিয়ে ব্যবচ্ছেদ- দুটি বিশেষ পর্বে!