
আপনি নিজেও কি এর দায় এড়াতে পারেন? অপু ভাইদের গালি দেয়া যায় কিন্তু তার আগে ভাবেন আপনি এই অপু ভাইদের সুস্থ চিন্তার জন্য কি করছি আমরা? আজকে অপু ভাইদের গালি দেয়ার আগে নিজের দায়টাও স্বীকার করেন...
গত ১০ বছরে একজন নতুন সঙ্গীত শিল্পী, একজন নতুন লেখক, একজন নতুন অভিনেতা অভিনেত্রীর নাম বলেন, যাকে আপনার কিংবদন্তির সাক্ষী হয়ে থাকবে বলে মনে হয়েছে ?
শরিয়ত সরকার এর মত বয়াতিরা যে দেশে জেলে থাকে, মোশারফ করিমদের মাপ চাইতে হয়, যে দেশে এন্ড্রু কিশোর এর জন্য দোয়া করা যাবে না , যে দেশে কিশোরের মত কার্টুনিস্ট কে জেলে ভরা হয়, লেখকের মগজ রাস্তায় পড়ে থাকে, সে দেশে,মাহফুজুর রহমান গায়ক হবে, ফুটন্ত গোলাপ এর মত বই জনপ্রিয় হবে, অপু ভাইরা নতুন প্রজন্মের আইকন হবে, আর হিরো আলমরা হবে এই দেশের মোটিভেশনাল স্টার আইকন, সেটাই তো স্বাভাবিক তাই না ?
অপু ভাইদের শেখাবে কে বলেন ? এদের সামনে আপনি কোন আইকন রাখতে পেরেছেন যাদের দেখে এরা শিল্প, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান শিখবে?
১৬ বছরের সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ; যে পৃথিবীকে বাঁচাবার জন্য লড়ছে, সে কিন্তু এক দিনে এমন হয়নি। সে তার চারপাশ থেকে শিখেছে কেন পরিবেশের যত্ন নেয়া জরুরী, তার সামনে প্রচুর আইকন রেখে দিয়েছে সুইডিশ সোসাইটি।
আপনি একটু খেয়াল করলেই বুঝবেন, গুণীরা জন্মায় না, গুণী তৈরি করে সমাজ, পরিবার, আর সেই দেশের সংস্কৃতি তথা অনুকূল পরিবেশ। যে কোন কিছুই বেড়ে ওঠার জন্য একটা অনুকূল পরিবেশ লাগে। যেমন গ্রেটা এমন পরিবেশে পেয়েছে বলেই তার ভেতরের পরিবেশবাদী সুস্থ চিন্তার বিকাশ এত প্রবল ভাবে হয়েছে ।
আর আমাদের পরিবেশে তৈরি হচ্ছে, অপু ভাইদের মত প্রজন্ম। মেধার চর্চা এদের শেখাবে কে? আপনি যদি বিনোদনের জন্য বই, সিনেমা, গান, গল্প, কবিতা এদের দিতে না পারেন, তবে এরা গারবেজ কে আদর করে ধারণ করবেই।
আপনি নিজেও কি এর দায় এড়াতে পারেন? আপনি হিরো আলমের মিমস শেয়ার করেন কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক ভিডিও শেয়ার করেন না। তাহলে কিভাবে আপনার নিজের চারপাশ থেকে সুদ্ধ চিন্তা আর জ্ঞানের বিকাশ আশা করেন ? আজকে অপু ভাইদের গালি দেয়ার আগে নিজের দায়টাও স্বীকার করেন। ১০টা মিমস শেয়ার দিলে লাইক বেশি আসে কিন্তু এই লাইকে আপনার সমাজ বদলাবে না। তাই ১০টা মিমসের সাথে ৫টা বিজ্ঞান ভিত্তিক ভিডিও শেয়ার দেয়ার চর্চা করেন।
অপু ভাইদের গালি দেয়া যায় কিন্তু তার আগে ভাবেন আপনি এই অপু ভাইদের সুস্থ চিন্তার জন্য কি করছেন? করছেন কিংবা করবেন?
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন