অর্ধশতাধিক বছরে, শতাধিক সিনেমা। ব্রোকেন ফ্যামিলির মিডলক্লাস সেন্টিমেন্টের খ্যাতা পুড়ে দিয়ে সেদিন সেই কিশোর যদি নিজের প্যাশন ফলো করতে গিয়ে স্কুলের পথ না ভুলতো, হয়তো বিখ্যাত হতো, হয়তো না। কিন্তু আমরা হতাম বঞ্চিত।

মা-বাবা দু'জনকে মিলিয়ে ছয় জাতির বংশধর তিনি; ইটালিয়ান-আইরিশ-জার্মান-ফ্রেঞ্চ-ইংলিশ-ডাচ। সেই সাথে আমেরিকা এবং ইটালির দ্বৈত নাগরিক। জন্ম নিউয়র্কের ম্যানহ্যাটনে। যে পাড়ায় বেড়ে উঠেছেন সেটা "Triangle Below Canal Street" নামে পরিচিত। সংক্ষেপে যাকে বলা হয় ''TriBeCa''; এই নামের যে চলচ্চিত্র উৎসব রয়েছে তার প্রতিষ্ঠাতাও তিনি।

অস্কার হাতে ডি নিরো 

২ বছর বয়সে বাবা-মার ডিভোর্স হয়ে যায়, পরবর্তীতে মায়ের তত্ত্বাবধায়নে থাকলেও চিত্রশিল্পী বাবার মতোই আর্টের দিকে ঝুঁকে পড়েন। এলিমেন্ট্রি স্কুলে লেখাপড়া শুরু করে হাই স্কুল অফ মিউজিক এন্ড আর্ট থেকে ডাক পান। বেশ কয়েকটি স্কুল পরিবর্তন করেও শেষ পর্যন্ত গ্র্যাজুয়েশনের ধারে কাছেও যাননি। ১০ বছর বয়সে প্রথম অভিনয় করেছিলেন স্টেইজে, ১৬ বছর বয়সে লেখাপড়া ছেড়ে দিয়ে সে অভিনয়ের পিছু নেয়া। ব্রায়ান ডি পালমার The Wedding Party (1963) সিনেমার মাধ্যমে ফিল্ম ক্যারিয়ারের সূত্রপাত করেন।

এখনো পর্যন্ত অভিনয় করেছেন ১২০টি টাইটেলে, প্রযোজনা করেছেন ৩৬টি টাইটেলে, পরিচালনা করেছেন ২টি টাইটেলে। অস্কারে নমিনেশন পেয়েছেন ৮ বার, জিতেছেন ২ বার। বাফটায় নমিনেশন পেয়েছেন ৬ বার। গোল্ডেন গ্লোবে ১০ বারে জিতেছেন ২ বার। ক্যারিয়ারে সর্বমোট ১২৯ নমিনেশনে পুরস্কার লাভ করেছেন ৫৭ বার। ২০০৩ সালে AFI Life Achievement Award অর্জন করেন। ২০১৬ সালে American Presidential Medal of Freedom এ ভূষিত হন। ২০২০ সালের ২৬তম Screen Actors Guild Awards এ ্লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা গ্রহণ করেন। 

তার শিশুসুলভ হাসি 

উৎকৃষ্টতম চলচ্চিত্রাভিনেতাদের একজন হিসাবে গণ্য করা হয় তাকে। গ্রেট মার্লোন ব্রান্ডোর যোগ্য উত্তরসূরীর খেতাবও তার দিকে তাক করা হয়েছে। মূলতঃ গ্যাংস্টার অধ্যুষিত আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ কোনো চরিত্র কিংবা যন্ত্রনাগ্রস্ত চরিত্রে অভিনয়ের জন্যেই তিনি সুপরিচিত। এছাড়া সিনে মায়েস্ট্রো মার্টিন স্করসেজির সাথে ৯টি চলচ্চিত্র কলাবরেশনে বেশ সুনাম অর্জন করেছেন। বয়সের দিক দিয়ে ৭ এর দিকে পা বাড়ালেও, ফিল্ম-ক্যারিয়ারই প্রায় ৫৬ বছরের। একজন গড় আয়ুর মানুষের প্রায় সমান যার ক্যারিয়ার, আত্মজীবনীর ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন , 'চলচ্চিত্র নিয়েই বেশি ভেবেছি, নিজের জীবন নিয়ে অতটা নয়। আত্মজীবনী লেখার কথা ভেবেছিলাম, কিন্তু কাজটা সহজ নয় মোটেই। জানি না, কোন ঘটনা দিয়ে শুরু করবো। এটাই সমস্যা!'  

শতাধিক সিনেমার ভিড়ে অপ্রয়োজনীয় কাজও করেছেন প্রচুর। সেখান থেকে এই প্রিয় পাঁচটি সিনেমা তুলে রাখবো সবসময়।

ট্যাক্সি ড্রাইভার

১/ Taxi Driver (1976) — কেন্দ্রীয় চরিত্র মানসিক ভারসাম্যহীন, ভিয়েতনাম যুদ্ধের কর্মী। সে নিউইয়র্কে রাতের বেলায় ট্যাক্সি চালায়। সংঘাত, সংশয় আর এক পতিতাকে বাঁচানোর প্রেক্ষাপট আর স্করসেজির ম্যাজিক। সেরা অভিনেতার শাখায় একাধারে অস্কার/বাফটা/গোল্ডেন গ্লোবের মনোনয়ন। ব্যক্তিগতভাবে মনে করি, এটি স্করসেজি এবং তার সেরা সিনেমা। নিজের দেখা কয়েক হাজার সিনেমার মধ্যে সেরা দশের মধ্যে থাকবে এটি।

দ্য গডফাদার

২/ The Godfather: Part II (1974) — এটিও সর্বকালের সেরা দশ এর তালিকায় থাকবে নিঃসন্দেহে। এবং সিক্যুয়েলের দিক দিয়ে দিস ইজ দ্যা বেস্ট ওয়ান। ফ্রান্সিস ফোর্ড কপোলার এই অনবদ্য সৃষ্টিতে পারফর্ম করে অস্কার জেতেন।

রেজিং বুল

৩/ Raging Bull (1980) — মানসিকভাবে আত্মবিধ্বংসী বক্সারের সত্তা নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলবার জন্যে এ চলচ্চিত্রেও অস্কার জিতেছেন। এবং এটিও স্করসেজি ম্যাজিক।

গুডফেল্লাস

৪/ Goodfellas (1990) — বলা হয়ে থাকে, মাফিয়া নিয়ে এ পর্যন্ত নির্মিত সিনেমাগুলোর উপরের দিকে অবস্থান এটির। তিন বন্ধুর মাফিয়া জীবনের উত্থান-পতনের সত্য ঘটনা অবলম্বনে আরেকটি স্করসেজি ম্যাজিক।

দ্য ডিয়ার হান্টার 

৫/ The Deer Hunter (1978) — এই সিনেমার গল্প ভিয়েতনাম যুদ্ধ ও যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের এক শিল্পনগরীর বাসিন্দাদের পরিণতিকে ঘিরে। শিশায়েল কিমিনো পরিচালিত সিনেমাতে অভিনয় করে গোল্ডেন গ্লোব ঘরে তোলেন এবং একাডেমির নমিনেশন পান।

রবার্ট ডি নিরো ও মার্টিন স্করসেসি

মাত্র ৫টি সিনেমা দিয়ে তাকে বেঁধে রাখা সম্ভব না। আরো কিছু চমৎকার কাজ বাদ পড়ে যায় তাহলে। কিছু অনারেবল মেনশন, যেমনঃ স্করসেজির ম্যাজিকে Cape Fear (1991), Casino (1995), The King of Comedy (1982), Mean Streets (1973); যার মাঝে কেইপ ফেয়ারের জন্য একাডেমিক নমিনেশন। আরো নমিনেশন পেয়েছেন, প্রয়াত রবিন উইলিয়ামসের সাথে Awakenings (1990) এ অভিনয় করে; Silver Linings Playbook (2012) সিনেমায় পেয়েছিলেন সর্বশেষ একাডেমিক নমিনেশন। এছাড়াও চমৎকার পারফর্ম করেছেন বার্তোলুচ্চির 1900 (1976), ব্রায়ান ডি পালমার The Untouchables (1987), সার্জিও লিওনির Once Upon a Time in America (1984), ডাষ্টিন হফম্যানের সাথে Wag the Dog (1997) বা Midnight Run (1988)| এডওয়ার্ড নর্টনের সাথে The Score (2001)। আরেক গ্রেট আল পাচিনোর সাথে অভিনয় করেছেন Heat (1995) সিনেমায়। স্করসেজির সাথে নবম কোলাবরেশনে স্ক্রিন শেয়ার করেছেন পাচিনোর সাথে দ্যা আইরিশম্যান চলচ্চিত্রে। ১০০ মিলিয়নের উপর বাজেটের এ নেটফ্লিক্স প্রজেক্টকে যদিওবা অস্কার সেই মূল্যায়ন করেনি। 

রবার্ট ডি নিরো 

 

অর্ধশতাধিক বছরে, শতাধিক সিনেমা। ব্রোকেন ফ্যামিলির মিডলক্লাস সেন্টিমেন্টের খ্যাতা পুড়ে দিয়ে সেদিন সেই কিশোর যদি নিজের প্যাশন ফলো করতে গিয়ে স্কুলের পথ না ভুলতো, হয়তো বিখ্যাত হতো, হয়তো না। কিন্তু আমরা হতাম বঞ্চিত। ধন্যবাদ আপনাকে, স্কুল পলাতক ট্যাক্সি ড্রাইভার... প্রিয় রবার্ট ডি নিরো। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা