খাসিয়াদের হাতে আকবরের গ্রেপ্তার: নির্দিষ্ট কোন সম্প্রদায়কে ঘৃণা করার আগে একবার ভাবুন
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
সিলেটে রায়হান হত্যার প্রধান আসামী কুখ্যাত এসআই আকবর ধরা পড়েছে ভারত সীমান্তবর্তী খাসিয়াদের হাতে। আকবরকে দড়ি দিয়ে বাঁধা হয়ে ঠিকই, কিন্তু...
সব সময়ই জেনে এসেছি খাসিয়ারা ভয়ানক। খাসিয়ারা রামদা হাতে ঘুরে বেড়ায়, তারা বাঙালি দেখলেই কুপিয়ে কচু কাঁটা করে দেয়, তারা সাক্ষাৎ শয়তান...এমন একটা আবছা ধারণা সিলেটের বাঙালি সমাজে কিছুটা হলেও প্রচলিত ছিল।
কোনো জাতি বা গোষ্ঠী নিয়ে হেইট স্পিচ আমি কোনোকালেই বিশ্বাস করিনি। বেনিফিট অব ডাউট সব সময় পজেটিভ রাখি। খাসিয়া ব্যাপারে এমন সব কথা শুনেছি, বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করতাম না।
আজকে খাসিয়াদের দুইটা ছোট্ট ভিডিও দেখলাম। সিলেটে রায়হান হত্যার প্রধান আসামী কুখ্যাত এসআই আকবর ধরা পড়েছে ভারত সীমান্তবর্তী খাসিয়াদের হাতে। আকবরকে দড়ি দিয়ে বাঁধা হয়ে ঠিকই, কিন্তু কেউই গায়ে হাত দিচ্ছে না। কেউ গালাগাল দিচ্ছে না, কেউ হামলে পড়ছে না। এমন নয় যে তারা মহান আকবরের কীর্তি কাহিনী জানত না। জানা ছিল বলেই ধরেছে এবং তারা প্রশ্ন করার সময় খুনের ব্যাপারটা নিশ্চিত করেই প্রশ্ন করছিল।
খুনি জেনে আটক করে তারা আকবরকে আক্রমণ করল না কেন? কেন নিজেরা পানির বোতল এগিয়ে দিল তার দিকে? আরেকটা প্রশ্ন, আকবর খাসিয়াদের হাতে ধরা না পড়ে যদি বাঙালিদের হাতে ধরা খেত, তবে সে অক্ষত থাকতে পারত বলে মনে হয়?
এই প্রশ্নগুলোর উত্তর না দিলেও চলবে। কেবল মনে ভাবনা তৈরি করুন। এই একটা ঘটনার কারণেই খাসিয়ারা মহান আর বাঙালিরা অসভ্য এটা প্রমাণ করতে চাইছি না।
এই ঘটনাটিকে আশ্রয় করে কেবল বলতে চাই, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি অন্ধ আক্রোশ ও ঘৃণা জমিয়ে রাখবেন না। যে ব্যক্তিটিকে আপনি দেখেননি, যার ব্যাপারে নিশ্চিত না, তাকে নিয়ে সিদ্ধান্তে পৌঁছাবেন না। কোনো গোষ্ঠীর একজনকে দিয়ে পুরো সমাজকে জাজ করবেন না। কেউ কোনো গোষ্ঠীকে খারাপ বলেছে বলেই সেটা বিশ্বাস করতে যাবেন না।
খাসিয়া বা বাংলাদেশের আদিবাসি গোষ্ঠীগুলোর মধ্যে সমস্যা বা সহিংসতার ইতিহাস যে নেই এমন না। কিন্তু মেজোরিটির বক্তব্য সত্য ধরে নিয়ে এবং মেজোরিটির সাপোর্ট পেয়ে বিবেচনা ছাড়াই তাদেরকে অসভ্য ও ভয়ানক ভাবা থেকে বিরত থাকুন।
আরেকটা ব্যাপার, আমার উঠান কোনো আগন্তুক নিয়মিত মাড়িয়ে দিলে আমার ভালো লাগবে না। আমার উঠান আমার গ্রামের একটা অংশ, উপজেলা-জেলা বা দেশেরও অংশ সেটা ঠিক আছে। কিন্তু সবার আগে এটা আমার নিজের উঠান, এখানে আমার অধিকার সবার আগে। দেশের অংশ বলেই এখানে আপনার সব অধিকার প্রতিষ্ঠিত হয় না। আদিবাসীদের উচ্ছেদ করে তাদের জায়গায় গিয়ে নাচানাচি করবেন আর তারা হাসিমুখে 'স্যার আসেন বসেন' বলবে এটা হয় না।
ঘৃণা ও সংঘাতের গল্পের বদলে ভালোবাসা ও সহনশীলতার গল্প ছড়িয়ে পড়ুক। ভালো থাকুক দেশের সব মানুষ।
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন