বিলকিস দাদী: দ্য আয়রন লেডি অফ শাহীনবাগ!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
বিতর্কিত নাগরিকত্ব বিলের বিরুদ্ধে শুরুর দিন থেকেই দিল্লির শাহীনবাগে প্রতিবাদে মুখর হয়েছিলেন হাজারো নারী, আর সেই বিপ্লবে সবচেয়ে পরিচিত মুখ ছিলেন ৮২ বছরের বিলকিস। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি...
প্রথমেই শুরু করি, এক প্রশ্ন দিয়ে- বিপ্লব করার কী নির্দিষ্ট কোনো বয়স হয়? উত্তর আমিই বলে দিই, হয় না। তবুও বিপ্লব বললেই আমাদের চোখের সামনে কেন যেন আঠারো-উনিশ বছর, তরুণ বয়স, উষ্ণ রক্ত... ঘুরেফিরে এগুলোই ভেসে ওঠে। তবে আজকে কথা বলবো যে বিপ্লবীকে নিয়ে তাঁর পরিচয় যদি আমি খোলাসা করি, তাহলে আপনার প্রচলিত ধ্যানধারণা পরিবর্তিত হয়ে যাবে। আপনি নড়েচড়েও বসতে বাধ্য হবেন একটু।
ভারত সরকারের বিতর্কিত 'এনআরসি বিল' যখন সংখ্যালঘুদের দেশ হারানোর ভয় দেখাচ্ছিলো, তখন সাধারণ মানুষজন তুমুল প্রতিবাদ শুরু করেছিলেন। ভারতের যেকোনো প্রতিবাদের জন্যেই নয়াদিল্লীর শাহীনবাগ একটি গুরুত্বপূর্ণ জায়গা। যথারীতি 'সংশোধিত নাগরিকত্ব আইন' এর প্রতিবাদে সে জায়গাটিতে জড়ো হয়েছিলো অজস্র মানুষ। সেখানে আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, দেখবেন অনেক মানুষের মধ্যমনি হয়ে সেই বিপ্লবে সামিল এক অশীতিপর বৃদ্ধাও। নাম তার বিলকিস। শাহীনবাগে বিপ্লবের কারণে যার নামই হয়ে গিয়েছে 'শাহীনবাগ দাদী'। বিক্ষোভের প্রথম দিন থেকেই তিনি ছিলেন এই আন্দোলনে। প্রতিদিন সকাল ৮টা থেকে অনেক রাত পর্যন্ত তিনি থাকতেন এই আন্দোলনের অজস্র মুখের অন্যতম একজন হয়ে। টানা একশো এক দিন তিনি বিক্ষোভের নিয়মিত মুখ ছিলেন। করোনাভাইরাস যখন ভারতে আক্রমণ করে, তখন পুলিশ এই সমাবেশ হটিয়ে দেয়ার আগ পর্যন্ত তিনি নিয়মিতই ছিলেন শাহীনবাগে।
বিতর্কিত এই আইনের বিপক্ষে আন্দোলন শুরুর পরে অজস্র তরুণকে, ছাত্র নেতাকে, প্রতিবাদী মানুষকে কোনো কারণ ছাড়াই কারাগারে বদ্ধ করে রাখা হয়। আন্দোলন তখন অনেকটাই টালমাটাল হয়ে যাচ্ছিলো প্রায়, ঠিক তখন বিলকিসের এই উপস্থিতি নীরবেই অনুপ্রেরণা যোগায় অনেক মানুষকে। আন্দোলনকালে টুইটারে #ShaheenBagh #Bilkis হ্যাশট্যাগ ভাইরাল ট্রেন্ড হয়ে যায়। বিলকিসের দেখাদেখি অনেক মুসলিম মহিলাও চলে আসেন আন্দোলনে। এদের আন্দোলন ছিলো শান্তিপূর্ণ। বিলকিসকে ঘিরে এরা বসে থাকতেন, সংবিধানের প্রস্তাবনা পড়তেন, দেশাত্মবোধক গান গাইতেন। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনকেই বেছে নিয়েছিলেন তারা।
বিলকিস প্রথম থেকেই ছিলেন আন্দোলনের প্রাণকেন্দ্র। অনেক মানুষের আইকনেও পরিণত হয়েছিলেন তিনি। এ কারণে সম্প্রতি টাইম ম্যাগাজিনের 'মোস্ট ইনফ্লুয়েনশিয়াল হান্ড্রেড পিপল ২০২০' এর তালিকায় চলে এসেছেন এই মানুষটি। মজার ব্যাপার হলো, নরেন্দ্র মোদীও আছেন এই তালিকায়। প্রতিবাদী এবং যার বিরুদ্ধে প্রতিবাদ... দুইজন মানুষই একসাথে যুক্ত আছেন এক তালিকায়। তবে এটাও ঠিক, বিলকিস টাইম ম্যাগাজিনের তালিকায় এলেন কী না এলেন, সেটা মূল বিষয় না। তিনি যে সবার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন প্রতিবাদের কোনো বয়স হয় না, গুরুত্বপূর্ণ সেটিই। সে সাথে নীরব থেকেও যে অনেক তীব্র কন্ঠস্বর প্রকাশ করা যায়, 'শাহীনবাগ দাদী' এই কথাটিকেও করেছেন প্রতিষ্ঠিত।
এখানেই তিনি একমেবাদ্বিতীয়ম!
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন