একাত্তর টিভির ফারজানা রুপা বা ফারজানা মিথিলা আসলে কী বলেছিলেন?
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
ফারজানা মিথিলার বক্তব্যটি ছিলো অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে নয়। হাভাতেরা মনে করলো মিথিলা মসজিদের বিরুদ্ধে বলে ফেলেছেন। করোনায় মৃত ব্যক্তিদের লাশ পোড়ানো নিয়ে ফারজানা রুপার বক্তব্যের বেলায়ও একই ঘটনা...
৭১ টিভির উপস্থাপিকা ফারজানা রুপা লাশ পুড়িয়ে ফেলা এবং ফারজানা মিথিলা জমি দখল করে মসজিদ নির্মাণ প্রসঙ্গে আসলে কী বলেছিলেন?
রুপা বলেছিলেন, করোনাকালীন সময়ে পৃথিবীর অন্যান্য দেশে মৃতদেহ পুড়িয়ে ফেলছে। এতে করে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকা যায় কি-না? বৈজ্ঞানিক উপায়ে ভাইরাস নির্মুল করতে বৃহত্তর স্বার্থে আমাদের স্বজনরা এটা করতে দেবেন কি-না? (এই ভিডিওতে দেখুন)
তিনি আরো বলেন, আমরা তো অনেক সময় মৃত স্বজনের কিছু অঙ্গ এবং মেডিকেল শিক্ষার্থীদের জন্য দেহ দান করে থাকি, তো সেক্ষেত্রে আবেগের জায়গা ছেড়ে মৃতদেহ পুড়িয়ে ফেলা যায় কি-না?
রুপা শুধু মুসলমানদের মৃতদেহই পুড়িয়ে ফেলতে বলেননি। তিনি করোনাক্রান্ত মৃতদেহ পুড়িয়ে ফেলা যায় কি-না বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত জানতে চেয়েছিলেন মাত্র। তিনি সেটা করতে বলেননি এবং এটা তিনি চাপিয়ে দেয়ার পক্ষেও ছিলেন না।
রুপা এটা তখনই বলেছিলেন, যখন প্রাথমিক অবস্থায় করোনাক্রান্ত মৃতের জানাজার জন্য মানুষ খোঁজে পাওয়া যেতো না, লাশ রেখে স্বজনরা পালিয়ে যেতো, পুলিশ ছাড়া সেই দেহ কেউ বহন করতো না, মৃতদেহ কবরস্থানে দাফন করতে দিতো না, লাশের গাড়ি গ্রামে ঢুকতে দিতো না, গ্রামের বাইরে কবর দিতে হতো। এসব কথা তখনই উঠে আসে (এই ভিডিওতে দেখুন)।
রুপার এই কথায় যদি ইসলাম অবমাননা হয়ে থাকে তবে যারা কবরস্থানে তালা মেরে রাখতো, মৃত স্বজনের লাশ ফেলে পালিয়ে যেতো, লাশ দাফন করতে দিতো না, গ্রামে লাশের গাড়ি ঢুকতে দিতো না, আপনারা কোন বেহেশতের ফল?
মিথিলা বলেছিলেন সরকারি জমি-নদী দখল করে পাওয়ার স্টেশন তৈরি হয়েছে, সরকারি অফিস হয়েছে, মসজিদও বানানো হয়েছে। প্রসঙ্গ ছিল তুরাগ নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ। আর প্রশ্নটা ছিল নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে। (এই ভিডিওতে দেখুন)
মিথিলা বুঝাতে চেয়েছিলো, অবৈধ দখলদারেরা সরকারি জমি দখল করে অনেক স্থাপনার সাথে মসজিদও নির্মাণ করে যাতে সেটা কেউ সহজে উচ্ছেদ করতে না পারে।
সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের মসজিদে এসি ব্লাস্ট হওয়া আলোচিত ঘটনাটি একটি উদাহরণ। সেখানের মসজিদটি সরকারি জমি দখল করে অবৈধ উপায়ে নির্মাণ করা হয়েছিল।
মিথিলার ওই বক্তব্যটি ছিলো অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে নয়। হাভাতেরা মনে করলো মিথিলা মসজিদের বিরুদ্ধে বলে ফেলেছে।
এ কারনে রুপা, মিথিলা ও ৭১ টিভি নাস্তিক, ভারতের দালাল৷ মৃত মা-বাবার লাশ ফেলে পালিয়ে যাওয়ারা হচ্ছে খাঁটি মুমিন, বেহেশতি ফল। আর যারা মসজিদকে জায়গা দখলের কাজে ব্যবহার করেন তারা খাঁটি ঈমানদার! সেলুকাস বাঙালি!
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন