রুমানা রশীদ ঈশিতা: ওল্ড ওয়াইন ইন অ্যা নিউ বোটল!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
দারুণ অভিনয় করেন, গানের প্রতিভাও ভালো, এসবের পাশাপাশি ঈশিতা একজন শিক্ষকও। মাঝের অনেকটা সময় অভিনয়ে নিয়মিত ছিলেন না তিনি, তবুও আজও কমেনি তার জনপ্রিয়তা...
১৯৮৮ সালে জনপ্রিয় প্রতিভা অন্বেষণ মূলক অনুষ্ঠান 'নতুন কুড়ি'তে শিশুশিল্পী হিসেব 'ফেলানী' চরিত্রে তার অসাধারন অভিনয় দেখে কান্না ধরে রাখতে পারেননি তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। শিশুশিল্পী হিসেবে জয় করেন 'নতুন কুড়ি' তে চ্যাম্পিয়ন ট্রফি। সাধারন মানুষের কাছেও জনপ্রিয়তা লাভ করেন। তারপরের গল্পটা শুধুই এগিয়ে যাবার। বলা হচ্ছে ঈশিতার কথা, পুরো নাম রুমানা রশীদ ঈশিতা।
পরিনত বয়সে এসেও তিনি নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা এবং খ্যাতি লাভ করেছেন। সব শ্রেনীর মানুষের কাছেই মিষ্টি মেয়ে হিসেবে নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছিলেন ঈশিতা। ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদীনের পরিচালনায় 'দু'জনে' নাটক ছিল তার প্রথম অভিনীত নাটক। তারপরে একে একে আপনাঘর, চক্রবলয়, দেখা, সাদাপাতায় কালো দাগ, দুজনে, তিথি, থাকা না থাকার মাঝখানে, কাগজের গল্প, আমাদের গল্প, পাতা ঝরার দিন সহ অসংখ্যা জনপ্রিয় নাটকে কাজ করেছেন ঈশিতা।
মাঝের অনেকটা সময় অভিনয়ে নিয়মিত ছিলেন না তিনি, তবুও আজও তার জনপ্রিয়তা অসামান্য। অভিনয়ের পাশাপাশি মডেল, গায়িকা, নৃত্যশিল্পী এবং লেখিকা হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। মডেল হিসেবেও অসম্ভব জনপ্রিয় ছিলেন ঈশিতা। বিশ্ববিখ্যাত বিউটি সোপ 'লাক্স' এর মডেল হয়েছেন তিনি। ৭টি গানের অ্যালবাম রিলিজের পাশাপাশি দুটি বই লিখেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী এখন মিডিয়াতে কাজ করেন খুবই বেছে বেছে। শিক্ষকতা এবং সংসার সামলে যদি কোনো গল্প মন ছুয়ে যায় তবেই দেখা মিলে এই জনপ্রিয় অভিনেত্রীর। তার ভক্তদের জন্য তার নতুন কোন কাজ যেনো তীব্র গরমে এক পশলা বৃষ্টি। কারন পর্দায় ঈশিতা মানেই ভিন্নকিছু, ঈশিতা মানেই চমৎকার গল্প আর দক্ষ অভিনয়ে ডুব দেয়ার সুযোগ। এবার ঈদে দুটি টেলিফিল্মে দেখা যাবে এই জনপ্রিয় অভিনেত্রীকে। একটি টেলিফিল্মের নাম ‘কেন’। অন্যটি ‘ইতি মা’। ঈদ উপলক্ষে প্রচারের অপেক্ষায় থাকা টেলিফিল্ম দুটির শ্যুটিং অবশ্য সম্পন্ন হয়েছে করোনা সংক্রমণের আগে।
সম্প্রতি দুটি টেলিফিল্মের প্রমো রিলিজ হবার পর ভক্তদের আগ্রহের পারদ আরো কয়েকগুণ বেড়েছে। আশির দশকে চট্রগ্রামের এক প্রেমকাহিনি নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম 'কেন'। এই টেলিফিল্মে ঈশিতার সাথে আরো আছেন আফরান নিশো, মেহজাবীন, তৌসিফ সহ আরো অনেকে। চট্টগ্রামে ৯ দিন ও ঢাকায় ১ দিন শুটিং হয়েছে এই টেলিফিল্মের। পরিচালনার দায়িত্বে আছেন মাহমুদুর রহমান হিমি। একটি সত্য প্রেমের ঘটনা অবলম্বনে নির্মিত এই টেলিফিল্মে রয়েছে ৩টি গান। এর মধ্যে মিনারের ‘একটুখানি’ গানটি দর্শকপ্রিয়তা পেয়েছে। এছাড়া একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন ভারতের অমৃতা সিং এবং আরেকটি গান করেছেন ইশান মিত্র। এটি প্রচারিত হবে ঈদের দিন আরটিভিতে রাত ১১.৩০ মিনিটে।
অন্য আরেকটি টেলিফিল্ম হচ্ছে এই সময়ের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুনের পরিচালনায় 'ইতি মা'। মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে নির্মিত এই টেলিফিল্মে ঈশিতা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন আফরান নিশো, আবির মির্জা, শিল্পী সরকার অপু, হিন্দোল রায় সহ অনেকে। টেলিফিল্মের জন্য একটি গানে কন্ঠ দিয়েছেন এলিটা করিম। বাংলাভিশনে ঈদের পঞ্চম দিন দুপুর ২.১০ মিনিটে প্রচারিত হবে 'ইতি মা'।
করোনা পরিস্থিতির কারনে এর মাঝে গত চার মাসে কোনো কাজ করেননি ঈশিতা। একটি সাক্ষাৎকারে তিনি জানান, নাটকটির শুটিং শেষ করেছি গত ফেব্রুয়ারি মাসে। তখন কোনো দুর্যোগ ছিল না। যদিও এখন মানুষের মনে আনন্দের চেয়ে জীবন শঙ্কাই বেশি। তারপরও যেহেতু ঈদে প্রচার হবে, তাই দর্শক সংখ্যাও বেশি থাকবে। ঈশিতা আরো বলেন, একজন অভিনয় শিল্পী হিসাবে অভিনয়ের প্রতি আগ্রহ কখনো কমেনি। অভিনয়ের প্রতি ভেতর থেকে এক ধরনের টান অনুভব করি। তবে গল্প ও চরিত্র নিয়ে আমি সিরিয়াস। এ ব্যাপারে আমি বেশ খুঁতখুঁতে। ভালো গল্প ও চরিত্র দেখে লোভ সামলাতে পারি না। তেমনি গল্প ও চরিত্র ভালো না লাগলে কাজে আগ্রহ পাই না।
২০১৮ সালে রেদোয়ান রনি'র পরিচালনায় 'পাতা ঝরার দিন' নাটকের মধ্য দিয়ে প্রায় চার বছরের বিরতি দিয়ে ফিরেছিলেন ঈশিতা। এই নাটকে অসাধারন অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে আবারো আলোচনায় আসেন ঈশিতা। মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেত্রীর সমালোচক পুরস্কার লাভ করেন তিনি। এরপর গত বছর ঈশিতা সচেতনতামূলক নাটক ‘আগুনের নোনাজল’-এ অভিনয় করেছিলেন। এতে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক রিয়াজ।
অভিনয়ের পাশাপাশি সংগীতেও বেশ সমাদৃত ঈশিতা। তবে অভিনয়-গান কোনোটিই নিয়মিত নন তিনি। সংসার এবং সন্তানদের নিয়েই তার বর্তমান জীবন। সর্বশেষ ‘আমার অভিমান’ নামে একটি গানের কণ্ঠ দিয়েছেন তিনি। মিডিয়ায় কাজের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন জনপ্রিয় এ অভিনেত্রী। এ জন্য নিজেকে নিয়মিত পড়াশোনার মধ্যে রাখছেন তিনি। পাশাপাশি বাসায় বসে গল্প, উপন্যাস পড়া এ ক্লাসিক্যাল সিনেমাও দেখা হচ্ছে তার। আর গানের চর্চা তো নিয়মিত করছেনই। নিজের ছেলেকেও এ চর্চা করাচ্ছেন বলে জানান ঈশিতা। তার ভাষ্যে, আমার ছেলে যাভীর দৌলার গানের প্রতি আলাদা ভালোলাগা আছে।
লকডাউনে বাসায় পরিবারের সাথেই সময় কাটিয়েছেন তিনি। মাঝে মাঝে কিভাবে সময় কাটাচ্ছেন, কোন গল্পের বই পড়ছেন সেটি যেমন ভক্তদের সাথে শেয়ার করেছেন তেমনি জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্য বিভিন্ন বার্তা নিয়ে হাজির ও হয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আগামীতে তার ভক্তদের আকাঙ্ক্ষা এবং নিজের অভিনয়ের প্রতি ভালোবাসার কথা চিন্তা করে মাঝেমাঝেই ভিন্নধর্মী কাজ নিয়ে হাজির হবেন টেলিভিশনের পর্দায় এটাই কামনা।
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন