শিরোনাম দেখে অবাক হচ্ছেন? আসুন এই প্রসঙ্গে কথা বলা যাক।

ফিচার্ড ইমেজের বিজ্ঞাপনটিই দেখুন। রবি এখানে একটি হোম অটোমেশন হার্ডওয়্যার/সফটওয়্যার সার্ভিস বিক্রয় করছে। তাদের নিজস্ব টিম আছে, আছে বিক্রয়কর্মী। সবচেয়ে বড় কথা, তাদের রয়েছে খুব বড় একটা ফান্ড। আইডিয়া থেকে শুরু করে ইমপ্লিমেন্ট করতে তাদের শুধু কয়েক মাস সময় দরকার। কিন্তু মাস বা বছর শেষে এই প্রোডাক্টের যদি তেমন কোন সেল না হয় বা প্রজেক্টটি ব্যর্থ হয়, তাহলে দিনশেষে কিছুই আসে যায় না। তারা নতুন কোন প্রোজেক্টে মুভ করবে। তাদের কর্মকর্তাগণ যেভাবে বেতন পেতেন, সেভাবেই বেতন পেয়ে যেতে থাকবেন।

একই সময়ে একটা স্টার্টআপ, 'স্মার্ট ল্যাবস'; যারা এর চাইতে ভালো একটি প্রোডাক্ট বানিয়েছে, বেশ সম্ভাবনাময় একটা স্টার্টআপ। তারা দেশীয় একটি স্টার্টআপ 'তরু ইন্সটিটিউট' থেকে গ্র্যাজুয়েট করা। কিন্তু তারা ধুঁকছে শুধুমাত্র সঠিক ফান্ডিং, মেন্টরিং, মার্কেট এক্সেস না পাওয়াতে। এরকম আরও পাঁচটা স্টার্টআপ থাকুক না, কি সমস্যা? তারা হয়তো ঢাকার ১০/৫০ জন এঞ্জেলের কাছে পিচ করেছে, পিচ করেছে রবি'র আর ভেঞ্চার ২.০ তে, কিংবা গ্রামীণফোন এক্সিলারেটর এর মতো কর্পোরেট এক্সিলারেটর অথবা এরকম আরো ২/৪ জায়গায়। স্মার্ট ল্যাবস-এর মতো উদ্ভাবনীমূলক স্টার্টআপে ইনভেস্ট না করে রবির মতো দেশের শীর্ষস্থানীয় একটি টেলিকম অপারেটর নিজেদের একটি প্রোডাক্ট লঞ্চ করে, একটা ব্যাংক নিজেদের নামে স্টার্টআপের মতো করে প্রোডাক্ট ছাড়ে, যেখানে ওই বিষয়ে তাদের কোন অভিজ্ঞতাই নেই। তাদের আসল অভিজ্ঞতা হলো ডিস্ট্রিবিউশনে, স্টার্টআপ করা, বা বানানোতে নয়।

তাদের অবশ্য অন্য আরেকটি গুণ আছে। ফাউন্ডার আইডিয়া/পরিশ্রম নিজেদের নামে চালিয়ে দেয়া। আসল কথায় আসি। ইউএসএ বা আমেরিকা'র সিলিকন ভ্যালীতে 'নেস্ট' নামের একটি স্টার্টআপ ছিল যারা হোম অটোমেশন, সিকিউরিটি নিয়ে কাজ করতো, প্রোডাক্ট বানাতো। গুগল গত বছর তাদেরকে ৩.২ বিলিয়ন ডলার দিয়ে কিনে নেয়। একবার ভাবুন তো কি পরিমাণ সম্ভাবনা সেখানে! অথচ এখানে একদিকে রবি আর ভেঞ্চার ২.০ প্রোমোট করে স্টার্টআপদের ইনভেস্ট করবে বলে, অন্য দিকে নিজেরাই একটা প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দেয় যেটা হয়তো কোন এক উদ্যোক্তা তাদেরকে আইডিয়া পিচ করেছে! 

উদ্যোক্তা হওয়া বা উদোক্তাগিরি দুটোই প্রচণ্ড চ্যালেঞ্জিং। কিন্তু বাংলাদেশের মতো দেশে রবির মতো বড় বড় কর্পোরেট হাউজগুলো, বড় বড় হোমড়া চোমড়া ব্যক্তিগণ এ দেশের উদ্যোক্তাদের প্রতিদিন নীরবে নিভৃতে হত্যা করে যাচ্ছে। আমরা আবার তাদেরকেই হাত তালি দেই, সাপোর্ট করি! 

রিয়াদ রহমান
লেখক, সাউথ ইস্ট এশিয়ার ডিজিটাল ব্যাঙ্কিং উদ্যোক্তা
যোগাযোগ- reyad@muthopay.com


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা