এমন ছেলেকে স্যালুট জানাবেন না, তো জানাবেন কাকে?

অনেকেই জানতে চাইছেন, মালয়েশিয়ার গণমাধ্যম যে বলছে রায়হান ক্ষমা চেয়েছে, আসলে সেটা কী? খুব সহজ করে বলি, রায়হান পরিস্কার করে বলেছে, কেউ যদি আমার বক্তব্যে কষ্ট পায় সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে আমি যা দেখেছি তাই বলেছি। আমি আমার বক্তব্যে অটল। এখন আপনি কোনটা নেবেন সেটা আপনার বিষয়। মালয়েশিয়ার গণমাধ্যম পুরোটাই রাষ্ট্রনিয়ন্ত্রিত। সরকারের বাইরে সেখানে যাওয়ার কোন সুযোগ নেই। রায়হানের আইনজীবী সুমিতার কাছে আমি বারবার জানতে চেয়েছি রায়হান তার বক্তব্যের বিষয়ে কী বলেছে?

উত্তরে সুমিতা বলেছেন, রায়হান তার বক্তব্যে অটল। সে বলেছে, কোভিড-১৯ এর সময় প্রবাসীদের প্রতি যে আচরণ তিনি দেখেছেন সেটাই বলেছেন। তবে তিনি মালয়েশিয়ার কাউকে আহত করতে চাননি।

মালয়েশিয়ার আইনজীবীদের সংগঠন লইয়ারস ফর লিবার্টি (এলএফএল) বলেছে, তারাও রায়হানের বক্তব্য বারবার শুনেছেন। খুব সূক্ষ্মভাবে বিচার করলেও মালয়েশিয়ার আইনের কোনোরকম লঙ্ঘন ঘটেনি। এখানে কেবল অভিবাসীদের ওপর দুর্ব্যবহারের ব্যাপারে তার হতাশার কথা ব্যক্ত করেছিলেন রায়হান।

রায়হান কবির

এলএফএল বলছে, যেভাবে রায়হানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং ওয়ার্ক পারমিট বাতিল করেছে সেগুলো অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৯(১) (সি) ধারার পরিপন্থি, অর্থাৎ অনথিভুক্ত। কারণ কেউ যদি রাষ্ট্রবিরোধী কোনো কিছু বলে তবেই কারো ওয়ার্ক পারমিট বাতিল হতে পারে। কিন্তু রায়হান এমন কিছু বলেনি। কাজেই তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে এই সাজা কিছুতেই টিকবে না।

অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপ-পরিচালক ফিল রবার্টসন এক বিবৃতিতে বলছেন, ‘'রায়হান কবিরের বিরুদ্ধে মালয়েশিয়ার কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ সব অভিবাসী শ্রমিকদের অবাধ গ্রেপ্তার, বহিষ্কার, কালো তালিকাভুক্তির মতো অধিকার হরণের ঘটনায় কথা বলার বিরুদ্ধে একটি কড়া বার্তা দিচ্ছে। তারা চাইছে অন্য কেউ যেন আর কথা বলতে না পারে। প্রতিবেদনের কারণেই রায়হান কবির ও আল জাজিরা- উভয়ই মালয়েশিয়া সরকারের টার্গেটে পরিণত হয়েছে। এগুলো মুক্তভাবে মত প্রকাশ করা বা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।’

আপনাদের আরেকটা তথ্য দেই। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা রায়হানের সঙ্গে দেখা করে বলেছিলেন, পুলিশকে সহায়তা করতে। রায়হান বলেছে, অবশ্যই আমি সহায়তা করবো। তবে আমি কোন মিথ্যা বলবো না।

এবার বলেন, এমন ছেলেকে স্যালুট জানাবেন না তো জানাবেন কাকে?

*

রায়হান কবির সম্পর্কে লেখাগুলো বিস্তারিত পড়ুন-

  1. অথচ রায়হান কবির তো কোনো অপরাধ করেননি!
  2. রায়হান কবির: দ্রোহ আর প্রতিবাদের মিশেলে অনন্য এক বাংলাদেশী তরুণ!
  3. 'আমি যা দেখেছি, তাই বলেছি, কোন অন্যায় করিনি'

প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা