রান্নাঘরে কে ছিল? রাশি কেন খালি কুকারটাই চুলার ওপর উঠিয়ে দিয়েছিল? ক্রিস্টোফার নোলানের সিনেমা নিয়েও এত গবেষণা হয় না, যত গবেষণা সামান্য একটা হিন্দি সিরিয়ালের কয়েক সেকেন্ডের দৃশ্য নিয়ে! অথচ সবকিছুর শুরু হয়েছিল মজা করে বানানো একটা প্যারোডি ভিডিও থেকে...

আপনি যদি পাহাড়ি কোন গুহায় ধ্যানমগ্ন না হয়ে থাকেন, তাহলে ফেসবুক এবং টুইটারে 'রাসোড়ে মে কৌন থা' কিংবা 'রান্নাঘরে কে ছিল' নামের ট্রেন্ডটা চোখে পড়ারই কথা। গত সপ্তাহখানেকের বেশি সময় ধরে উপমহাদেশের প্রধান দুই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল আর মিমের বন্যায় ভেসে যাচ্ছে স্টার প্লাসে প্রচারিত হিন্দি সিরিয়াল 'সাথ নিভানা সাথিয়া'র একটা বিশেষ দৃশ্য। সবার জিজ্ঞাসা একটাই- রান্নাঘরে কে ছিল? রাশি কেন কুকার থেকে চানাবুট বের করে খালি কুকারটাই আবার জ্বলন্ত গ্যাস স্টোভের ওপর উঠিয়ে দিয়েছিল? ঘরের কর্ত্রী কোকিলাবেন কেন দুই পুত্রবধুর একজনের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করে? ক্রিস্টোফার নোলানের সিনেমা নিয়েও এত গবেষণা হয় না, যত গবেষণা সামান্য একটা হিন্দি সিরিয়ালের কয়েক সেকেন্ডের দৃশ্য নিয়ে গত কিছুদিন ধরে হচ্ছে! 

ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসের টিভি সিরিয়াল ছিল সাথ নিভানা সাথিয়া, যেটার সম্প্রচার শেষ হয়ে গেছে ২০১৭ সালেই। চার বছর আগে খতম হয়ে যাওয়া সিরিয়ালটা হুট করে আলোচনায় উঠে এসেছে যশরাজ মুখাতে নামের বছর চব্বিশের এক তরুণের কারণে। যশরাজ থাকেন মুম্বাইয়ে, মিউজিক প্রোডিউসার হিসেবে কাজ করেন তিনি, খুব নামজাদা কেউ নন, এখনও স্ট্রাগলিং আর্টিস্ট বলা চলে। করোনার এই লকডাউনে ঘরে বসে বসে বোর হচ্ছিলেন, তাই পুরনো সিরিয়াল বা সিনেমার গানের প্যারোডি ভার্সন বানাচ্ছিলেন ঘরে বসে বসে। 

যশরাজ এবং কোকিলাবেন

যশরাজের ঘটনায় যাওয়ার আগে, সাথ নিভানা সাথিয়ার ব্যাপারে একটু বলে নেয়া যাক, নইলে ব্যাপারটা বুঝতে সমস্যা হতে পারে। এই সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র হচ্ছেন কোকিলাবেন, তিনি ঘরের কর্ত্রী, কড়া শাসনে রাখেন সবাইকে। তার দুই ছেলে, দুজনেরই বিয়ে হয়েছে, একজনের স্ত্রী নাম গোপি, আরেকজনের স্ত্রী হচ্ছেন রাশি, যাকে নিয়ে এত ঘটনা। গোপিকেও আপনারা চিনে থাকবেন, ওই ভদ্রমহিলাও মাঝেমধ্যেই নেটিজেনদের আলোচনায় উঠে আসেন বেসিনে ওয়াশিং পাউডার দিয়ে ল্যাপটপ পরিস্কার করা আইকনিক একটা দৃশ্যের কারণে। 

সাথ নিভানা সাথিয়ার একটা দৃশ্য ছিল এমন- ছোট বউ রাশি রান্নাঘরে এসে দেখলো কুকারের মধ্যে চানাবুট টাইপের কিছু একটা রান্না হচ্ছে। সে কুকারটা খালি করে তরকারিটা একটা বাটিতে নিয়ে, খালি কুকারটাই আবার চুলার ওপরে বসিয়ে রেখে চলে গেল। হয়তো বড় বউ গোপিকে ফাঁসিয়ে দেবে বলেই ভেবেছিল। এদিকে শাশুড়ি কোকিলাবেন তখন ছিলেন গোসলে, বের হয়ে এই দৃশ্য দেখে সবাইকে ডেকে আনলেন, তারপর এক এক করে তলব করলেন, কে করেছে এই কাজ? আমি যখন গোসলে ছিলাম, তখন রান্নাঘরে গেছে কে? কুকারের মধ্যে যে চানা সেদ্ধ বসানো ছিল, সেটা কে নিয়েছে?

নেটফ্লিক্স ইন্ডিয়া পর্যন্ত শামিল হয়েছে মিম বানানোর মিছিলে!

আমাদের এই মিউজিশিয়ান যশরাজ করলেন কি, কোকিলাবেনের এই ডায়লগগুলোর ওপরেই মিউজিক বসিয়ে একটা প্যারোডি ভার্সন বানিয়ে ফেললেন। ইউটিউবে আপলোড দেয়ার সঙ্গে সঙ্গে সাড়া পড়ে গেল, ফেসবুকে শেয়ার হলো হাজার হাজার, টুইটারে ট্রেন্ড শুরু হলো, হ্যাশট্যাগ রাশি, হ্যাশট্যাগ কোকিলাবেন, হ্যাশট্যাগ বেচারা কুকার! ফেসবুক পেজ আফ টুইটার হ্যান্ডেলগুলোতে বসলো মিম বানানোর মেলা, প্যারোডি ভার্সনের সঙ্গে মূকাভিনয় মিলিয়ে মিমিক্রি করেও আপলোড করলেন অনেকে, নেটিজেনরা লুফে নিলো সেগুলোকেও। 

মজা করে বানানো একটা ভিডিও যে এমন বাম্পার রেসপন্স পাবে, এভাবে ভাইরাল হয়ে যাবে, সেটা যশরাজের কল্পনাতেও ছিল না। ব্যাপারস্যাপার দেখে তো তার চক্ষু চড়কগাছ! একের পর এক লোকজন ফোন করছে তাকে, শুভেচ্ছার ঠেলায় তার নাম্বারে সাংবাদিকেরা চেষ্টা করেও কল ঢোকাতে পারছেন না, এমনই ভয়াবহ অবস্থা! এই প্যারোডি ভিডিওর কথা উঠে এসেছে ভারতের টিভি চ্যানেলের টকশোতেও! যে চরিত্রটাকে নিয়ে তিনি প্যারোডি গানটা বানিয়েছেন, সেই কোকিলাবেনের চরিত্রে অভিনয় করা রূপাল প্যাটেল স্বয়ং তাকে ফোন করেছেন, বলেছেন, এই ভিডিও দেখে তিনি হাসতে হাসতে গড়িয়ে পড়েছেন। তার ডায়লগ যে এভাবে ভাইরাল হয়ে যাবে- সেটা তিনি কল্পনাও করেননি কখনও!

এক কোটি টাকার প্রশ্ন, রান্নাঘরে তখন কে ছিল?

ভারতের সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ধরেই এক নম্বর ট্রেন্ডে আছে রাশির এই কুকার টপিকটা। দেশটিতে করোনাভাইরাসের ভয়াবহতা, হাজার হাজার মৃত্যু কিংবা এই পরিস্থিতির মাঝেও সরকারের জোর করে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা নেয়ার চেষ্টা- সবকিছু ছাপিয়ে সবচেয়ে আলোচিত টপিক এখন কোকিলাবেনের ধমক আর রাশির খালি কুকার। নেটফ্লিক্স থেকে জোম্যাটো- এসব কর্পোরেট প্রতিষ্ঠানও ইস্যুটা নিয়ে মজা করতে ছাড়েনি। জোম্যাটো তো পোস্ট করেছে, খাল কুকার চুলায় চড়ানোর চাইতে আমাদের কাছে খাবারের জন্য অর্ডার করুন, সেটাই বরং ভালো! 

গোপির প্রতি কোকিলাবেনের পক্ষপাত পছন্দ হয়নি নেটিজেনদের

নেটিজেনরা এখনও বুঁদ হয়ে আছে সাথ নিভানা সাথিয়ার এসব ট্রল এবং মিম নিয়ে। কেউ হয়তো কোকিলাবেনকে এত রাগ না করে শান্ত হবার পরামর্শ দিচ্ছে, কেউ কেউ বলছে তারা একটা নতুন কুকারই কিনে দেবে তাকে! কয়েকজন তো কোকিলাবেনের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়েই প্রশ্ন তুলেছে। তাদের মতে, এক বউ পানিতে ল্যাপটপ ধুয়ে ফেললেও কোকিলাবেন তাকে কিছু বলেন না, আরেক বউ সামান্য খালি কুকার চুলায় তুলে দিলে তাকে এত ধমক দেয়ার কি আছে? সব মিলিয়ে সমাপ্তির চার বছর পরে এসে জনপ্রিয়তায় অন্যরকম একটা উচ্চতাই ছুঁয়ে ফেলেছে সিরিয়ালটা, অথচ সবকিছুর শুরু হয়েছিল মজা করে বানানো একটা প্যারোডি ভিডিও থেকে... 

যশরাজের বানানো প্যারোডি ভিডিওটি দেখুন এখানে ক্লিক করে

*

প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা