মিম কিংবা ইয়াশ রোহানরাও টিজারে সাবলীল, কিন্ত সবটুকু আলো নিজের দিকেই কেড়ে নিয়েছেন শরীফুল রাজ। বোঝাই যাচ্ছে, পরাণ শুধু তার সিনেমাই হতে যাচ্ছে।

‘পরাণ’ সিনেমাটা নিয়ে আলোচনার শুরুটা বেশ আগে থেকেই। বরগুনার রিফাত হত্যাকান্ডের আলোচিত ঘটনাটা নিয়ে পরিচালক রায়হান রাফী সিনেমা বানাচ্ছেন, এরকম গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে বেশ কিছুদিন আগেই। পরিচালক কখনও সেটা সরাসরি স্বীকার করেননি, তিনি বরং রহস্যের জাল আরও বেশি বুনে দিয়ে বলেছেন- সিনেমাটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত, কিন্ত রিফাত হত্যাকান্ড নিয়ে নয়।

পরাণের এক মিনিট বিশ সেকেন্ড দৈর্ঘ্যের টিজার রিলিজ হয়েছে আজ। আশি সেকেন্ডের একটা টিজার তো আর দর্শক মনকে তৃপ্ত করতে পারবে না, তবে সেটা সিনেমাটার ব্যাপারে কৌতুহলের পরিমাণটা বাড়িয়েছে, আগ্রহ জন্মেছে চরিত্রগুলোকে জানার, গল্পটাকে অনুমান করার একটা বৃথা চেষ্টা করতে ইচ্ছে হয়েছে। এটাই হয়তো পরাণের সার্থকতা।

শরীফুল রাজ, যাকে ধরা হচ্ছে বাংলা সিনেমার নেক্সট বিগ থিং হিসেবে। শাকিব খান, আরিফিন শুভ এবং সিয়ামের পাশাপাশি কমার্শিয়াল সিনেমার বড় তারকা হবার সব গুনাবলীই তার মধ্যে বিদ্যমান। তবুও কেন যেন ব্যাটে বলে হচ্ছে না, প্রথম সিনেমা আইসক্রীম বা কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘ন ডরাই’- শরীফুল রাজ নিজের যোগ্যতার নজির দেখিয়েছেন। সিঙ্গেল বের করে রানের চাকাটা সচল রাখছিলেন, কিন্ত ছক্কাটা হাঁকানো হচ্ছিলো না, বিগ শট খেলতে পারছিলেন না। তার জন্যে দারুণ একটা মঞ্চ তৈরী করে দিয়েছেন রায়হান রাফী, মঞ্চের নাম পরাণ।

পরাণ সিনেমায় শরীফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম

এই সিনেমায় রাজের চরিত্রটা গ্রে-শেডেড। সিনেমায় তিনি পাগলের মতো ভালোবাসেন মিমকে, সেই ভালোবাসার জন্যে যে কোন কিছুই করতে পারেন তিনি, প্রাণ দিতে পারেন, অন্যের প্রাণ কেড়েও নিতে পারেন। মিম আবার ভালোবাসেন ইয়াশ রোহানকে। সেই ত্রিভুজ প্রেমের মাঝখানে একাকার হয়ে যায় মফস্বলের জীবন, রাজনীতি, নেশা, বিবাহ বিচ্ছেদ- সবকিছু।

আরিফিন শুভ’র ক্যারিয়ার বদলে গিয়েছিল ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার পর থেকে। রাজের ফিল্মি ক্যারিয়ারের গ্রাফটাও উর্ধ্বগামী হয়ে উঠতে পারে পরাণের পর, আশি সেকেন্ডের এই টিজার সেই সম্ভাবনার পালে হাওয়া যোগ করতে পেরেছে। চরিত্রটার যে অ্যাগ্রেশন, ডায়লগ ডেলিভারি, মরিয়া হয়ে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আকুতি, কিংবা ক্ষোভের বহিঃপ্রকাশ- তার পুরোটাই ফুটে উঠেছে এই সামান্য সময়ে। মিম কিংবা ইয়াশ রোহানরাও টিজারে সাবলীল, কিন্ত সবটুকু আলো নিজের দিকেই কেড়ে নিয়েছেন শরীফুল রাজ। বোঝাই যাচ্ছে, পরাণ শুধু তার সিনেমাই হতে যাচ্ছে।

পরাণের প্রধান তিন চরিত্র

কমার্শিয়াল বাংলা সিনেমায় দর্শকের ‘পালস’ বোঝার মতো একজন নির্মাতার নাম যদি নিতে বলা হয়, এই মূহুর্তে রায়হান রাফী ছাড়া আর কারো নাম মাথায় আসার কথা নয়। পোড়ামন-২, দহনের মতো সিনেমা দিয়ে নিজের প্রতিভার প্রমাণ তিনি দিয়েছেন ইতিমধ্যেই, দুটো সিনেমাই দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছে। এবার তিনি নিয়ে আসছেন পরাণ, তবে এই সিনেমায় তার সামনে একটা চ্যালেঞ্জ ছিল।

জাজের বাইরে, সিয়াম-পূজা জুটিকে ছাড়া এই প্রথম সিনেমা বানাচ্ছেন তিনি, কাজেই রায়হান রাফীকে যারা ‘জাজের প্রোডাক্ট’ ভাবেন, তারা তো ছুরি-কাঁচিতে শাণ দিয়েই রেখেছিলেন সমালোচনার জন্যে। সিনেমা ভালো হয়েছে নাকি খারাপ- সেটা মুক্তির পরেই বোঝা যাবে। কিন্ত এক মিনিট বিশ সেকেন্ডের এই টিজারে রাজ-মিম-ইয়াশ ত্রয়ীকে নিয়ে রাফী যে ঝলকটা দেখালেন, তাতে দারুণ কিছুর স্বপ্ন দেখতে দোষ নেই মোটেও।

টিজারটি দেখতে ক্লিক করুন এই লিংকে


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা