একজন 'মানুষ' সানি লিওন বনাম পীর হাবিবুর রহমান
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
একটা মানুষ বাচ্চাদের জন্য স্কুল গড়ে দিচ্ছেন, ধর্ষিতা নারীর পাশে দাঁড়াচ্ছেন, বন্যায় অসহায় মানুষকে সাহায্য করছেন- আর ক্ষমতাসীনদের তৈলমর্দনে তে নিজেকে উৎসর্গ করে দেয়া একজন তাকে বলছেন চরিত্রহীন!
একজন মানুষের এক ডজন ভালো কাজের বিবরণ দেই:
১) ২০১৮ কেরালার বন্যার সময় ৫ কোটি টাকার খাদ্য সরবরাহ করেছিলেন।
২) ধর্ষণের শিকার নারীর চিকিৎসায় এগিয়ে আসেন নিয়মিত।
৩) পর্ণগ্রাফিতে শিশুদের ব্যবহার বন্ধের দাবীতে কাজ করেন।
৪) আমেরিকান ক্যান্সার সোসাইটির একজন আজীবন সদস্য তিনি।
৫) ক্যান্সার চিকিৎসায় দুস্থ মানুষদের অকাতরে সাহায্য করেন।
৬) তাঁর তিনটি সন্তান, যাদের মধ্য একটি দত্তক নিয়েছেন।
৭) কেবল শিশুই নয় সাথে এক বৃদ্ধ দম্পতির দেখভাল করেন।
৮) মুম্বাইতে নিজের টাকায় একটি স্কুল গড়ে দিয়েছেন।
৯) গড়ে দিয়েই শেষ নয়, স্কুলের ৩০০ শিক্ষার্থীর অধিকাংশ খরচ একাই বহন করেন।
১০) পশুদের প্রতি মানবিক আচরণ উৎসাহিত করেন। এনিম্যাল রাইটস অর্গানাইজেশন পেটা‘র (PETA) এম্বাসেডর তিনি।
১১) কাজ করছেন প্রাণীর প্রতি নিষ্ঠুরতাবিরোধী ফ্যাশন ইন্ডাস্ট্রির দাবীতে।
১২) প্রসাধন তৈরিতে প্রাণীদের ওপর পরীক্ষা-নিরীক্ষার চালানোর বিরুদ্ধে কাজ করেন।
এই কাজগুলো করা মানুষটার নাম "সানি লিওন"। এর বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসিডদগ্ধ, ক্যান্সার আক্রান্ত, ধর্ষণের স্বীকার নারিদের সাহায্য করতে কাজ করেন। এই সানি লিওনকে নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান গতকাল একটা কলাম লিখেছেন। কলামের শিরোনাম-
"সানি লিওনের চেয়েও চরিত্রহীন করোনার কাছে যুদ্ধবাজরা অসহায়"
হুমায়ূন আজাদ বলেছিলেন- "কিছু বিশেষন ও বিশেষ্য পরস্পরসম্পর্কিত; বিশেষ্যটি এলে বিশেষন আসে, বিশেষন এলে বিশেষ্য আসে। তারপর একসময় একটি ব্যবহার করলেই অন্যটি বোঝায়, দুটি একসাথে ব্যবহার করতে হয় না। যেমন : ভন্ড বললেই পীর আসে, আবার পীর বলতেই ভন্ড আসে। এখন আর ‘ভন্ড পীর’ বলতে হয় না; ‘পীর’ বললেই ‘ভন্ড পীর’ বোঝায়।
প্রিয় পাঠক, করোনার এই দিনগুলিতে নানাবিধ সমস্যায় জর্জরিত হতেই পারেন আপনি। সেটা হতে পারে অর্থনৈতিক, মানসিক- বা অন্য কিছু। আপনার সমস্যার কথা জানান আমাদের, আমরা চেষ্টা করব সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে অবহিত করার, যাতে বেরিয়ে আসে সমাধানের পথ।