ব্যাঙ্কের সিকিউরিটি গার্ড থেকে ব্যাঙ্কের অফিসার হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
নাইজেরিয়ার তরুণ ইদ্রিসের অনুপ্রেরণার গল্প সম্প্রতি ভাইরাল হয়েছে ফেসবুকে। যে ব্যাংকে তিনি সিকিউরিটি গার্ডের কাজ করতেন, নিজের মেধা আর যোগ্যতায় সেখানেই তিনি...
সম্প্রতি ফেসবুক মারফত জানা গেলো, নাইজেরিয়ার এক তরুণের অন্যরকম অনুপ্রেরণার এক গল্প। ইদ্রিস নামের এই তরুণ নাইজেরিয়ার এক ব্যাঙ্কের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। খোঁজখবর করে জানা গেলো, যদিও সে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত আছে, মানুষজন ব্যাঙ্কে এলে সে বুট ঠুকে সালামও দিচ্ছে তাদের, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতাও ঈর্ষণীয় রকমের ভালো। শুধুমাত্র ভাগ্যের ফেরেই তাকে সিকিউরিটি গার্ডের চাকরী করতে হচ্ছে। কী করবেন, চাকরী তো এখন সোনার হরিণ!
তবে ইদ্রিসের চিন্তাভাবনা হয়তো ভিন্ন ছিলো। ইদ্রিস সারাদিন সিকিউরিটি গার্ডের কাজ করতেন। এরপর রাতে বাড়িতে গিয়ে আবার পড়াশোনাও করতেন। এভাবেই সে চাকরী ও পড়াশোনাকে পাশাপাশি রেখে এগোচ্ছিলেন সামনে।
এরইমধ্যে আসে এক সংবাদ, ব্যাঙ্কের এক স্টাফ প্রমোশন পেয়ে এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে যাচ্ছে। তাই তার জায়গা খালি পড়ে আছে। ইদ্রিস সাহস করে সেই পোস্টে আবেদন করে বসেন। ততদিনে পড়াশোনা করে সেই পোস্টে আবেদন করার শিক্ষাগত যোগ্যতাও অর্জন করে ফেলেছে সে। আশ্চর্যের বিষয় হলো, পরীক্ষার সবগুলো ধাপ পার হয়ে চাকরীটি পেয়েও যায় সে। মানুষজন অবাক বিস্ময়ে খেয়াল করে, যে মানুষটি এক সপ্তাহ আগেও ছিলো সিকিউরিটি গার্ডের ড্রেসে, সেই মানুষটিই শার্ট, প্যান্ট ইন করে, কলারে টাই লাগিয়ে কেতাদুরস্ত পরিপাটি হয়ে ব্যাঙ্কে চাকরী করছেন।
ইদ্রিসের এই অন্যরকম প্রেরণার গল্পটা এরপরই ভাইরাল হয়েছে অনলাইনে। অদম্য মনোবলের গল্প আমরা অজস্রবার বইয়ে পড়েছি, সিনেমায় দেখেছি। কিন্তু বাস্তবেও ইদ্রিসের মত কিছু মানুষকে আমরা লক্ষ্য করি, যারা হার মানে না। হার মানতে জানে না। বর্তমানকে যারা ক্রমাগত আঘাত করে যাতে ভবিষ্যৎ সুন্দর হয়।
গড়পড়তা মানুষজন সাধারণত যা আছে তা নিয়েই পড়ে থাকে। ইদ্রিসের মত মানুষজন যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে না। তারা ক্রমাগত পরিশ্রম করে। 'অসন্তুষ্টি'ই তাদের জ্বালানী। সেই জ্বালানীই তাদেরকে এগিয়ে নিয়ে যায় সামনে।
ইদ্রিসের এই খবরটি ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। আলোচিত ও প্রশংসিতও হচ্ছেন তিনি। পরিশ্রম ও সুযোগের এরকম সম্মিলিত ফলাফল যে এরকম সুন্দর হতে পারে, এটাই মানুষকে উদ্দীপ্ত করেছে সবচেয়ে বেশি। অদ্ভুত সুন্দর যে গল্পের সন্ধান পাই আমরা এই নাইজেরিয়ান তরুণের কাছ থেকে, সে গল্প যে আকর্ষণ করবে, প্রেরণা দেবে আরো অজস্র মানুষকে, সে আশা আমরা ব্যক্ত করতেই পারি।
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন