'মা' হবার দায় থেকে মুক্তি দিয়ে আজ বরং তাকে ডানা মেলতে দিন
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
মা দিবসে মায়েদের মহান 'মা' হবার দায় থেকে মুক্তি দিয়ে বরং সেই কিশোরী মেয়েটা হতে দিন, 'মা' রা বৃষ্টিতে ভিজুক, ধুলো পরা হারমোনিয়ামটা আজ তার সঙ্গী হোক, রিক্সা থামিয়ে চটপটি আর ফুচকা খেতে খেতে মা আজ বলুক তার প্রথম প্রেম, প্রথম চিঠি, প্রথম হৃদয় ভাঙার গল্পটা।
প্রতিটা মানুষের কাছে তার শৈশবের স্মৃতি সবচেয়ে মধুর। কিন্তু মেয়েদের ক্ষেত্রে শৈশব শুধু স্মৃতি না, শৈশব মানে স্বাধীনতা। পাঁচ থেকে বার বছর বয়স পর্যন্ত মেয়েরা স্বাধীনতা শব্দটার সাথে পরিচিত হয়, ইচ্ছের ডানা মেলে উড়ে বেড়ায়, ধরেই নেয়, জীবন বুঝি এমনই!
তখন কেউ তাকে বলে না, ওড়না ঠিক কর, পুকুরে সাঁতার কেটো না, পুরুষ মানুষের ভীরে যেও না, কিংবা এত সাজগোজ করো না, জোরে হেসো না, মেয়ে মানুষের এত ছটফট স্বভাব ভাল না।
শৈশবই একমাত্র সময়, যখন ইচ্ছা হলেই প্রিয় মানুষগুলোর কোলে ঝাঁপিয়ে পরতে পারে নির্দ্বিধায়, মায়ের কাছে আবদার করতে পারে, বাবার কাঁধে চড়তে পারে। বৃষ্টিতে ভিজলে কেউ শরীর দেখে না। বন্ধুদের মধ্যে ছেলে মেয়ে বিভেদ থাকে না । পড়া, খেলা আর দুষ্টামিতে বেশ কাটে সময়গুলো।
যেদিন থেকে মেয়ে ফ্রক ছেড়ে ওড়না পরতে শুরু করে, সেদিন থেকে মেয়ে বুঝতে পারে, তার ডানায় একটা অদৃশ্য সেঁকল লাগিয়ে দেয়া হয়েছে। বয়স বাড়ে, তার দায় বাড়ে, বাড়ে সেঁকলের টান।
কিশোরী বয়সে বৃষ্টির সাথে খানিকটা ছুটোছুটি কিংবা সমাজের চোখ ফাঁকি দিয়ে একটু আধটু ডাঙা মেলার সময়টা, তরুণীতে এসে হুট করে ফুরিয়ে যায়। তারপর বধূ হয়, এরপর হয় মা। বয়স যত বাড়ে, মেয়ে তত বুঝতে পারে- তার জীবনে শৈশবের সেই স্বাধীনতা আর কখনো আসবে না। মধ্য বয়সে রিকশার হুড ফেলে ভিজলে কিংবা পুকুর দাপিয়ে সাঁতরালে পারিবারিক সম্মান যাবে! তাই মা হয়ে তখন সে নিজের মেয়ের মধ্যে নিজের সেই শৈশব দেখে মরীচিকায় স্বস্তি খোঁজে।
অথচ মনের বয়স সেই বার তেই পরে আছে। তার ভেতরের সেই বালিকা বদ্ধ হয়ে আছে। সে নিয়মিত খেয়াল রাখে যেন ভেতরের সেই বালিকার চিৎকার বাইরের কেউ শুনতে না পায়। তাহলে লোকে মন্দ বলবে!
মা দিবসে মায়েদের মহান 'মা' হবার দায় থেকে মুক্তি দিয়ে বরং সেই কিশোরী মেয়েটা হতে দিন, 'মা' রা বৃষ্টিতে ভিজুক, ধুলো পরা হারমোনিয়ামটা আজ তার সঙ্গী হোক, রিক্সা থামিয়ে চটপটি আর ফুচকা খেতে খেতে মা আজ বলুক তার প্রথম প্রেম, প্রথম চিঠি, প্রথম হৃদয় ভাঙার গল্পটা।
যে কিশোরী তার ভেতরে আটকে আছে, তাকে ডানা মেলতে দিন। মায়েরা আজ অন্তত 'মেয়ে' হয়ে যাক, আর সন্তান হোক মায়ের সেই ছেলেবেলার 'পার্টনার ইন ক্রাইম'। সন্তানেরা আজ বুঝুক, এই যে 'মা', সেও কখনো বাউন্ডেলে ছন্নছাড়া ফটিক ছিল, শুধু আঁচলে দায়িত্বের চাবিটা বেঁধে, সংসারের ভেতর কোথায় যেন হারিয়ে গেছে। আজ তাকে আলোতে আনার দিন। আজ তার দিন।