সব খোলা হলেও মসজিদ খুলবো না, এটাই হওয়া উচিত ছিল মু'মিনের ডাক। কারন, সব খোলা হয়েছে টাকার কথা, অর্থনীতির কথা ভেবে। কিন্ত ইসলাম তো মানুষের কথা ভাবে আগে, অন্য সব কিছু পরে...

রাইক রিদওয়ান: 'সব খুলেছে তাহলে মসজিদ খুলবেনা কেন?'- এই কথার কি যুক্তি আছে? ইসলামিক ভাবে?

সব খোলা হলেও মসজিদ খুলবো না, এটাই হওয়া উচিত ছিল মু'মিনের ডাক। কারন, সব খোলা হয়েছে টাকার কথা, অর্থনীতির কথা ভেবে। কিন্ত ইসলাম তো মানুষের কথা ভাবে আগে, অন্য সব কিছু পরে। এক ব্যক্তির জীবন বাচানো পুরো মানবজাতি কে বাচানোর মত, এক ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা পুরো মানবজাতী কে হত্যা (সুরা মায়েদাহ)। 

সব কিছু কেই একটা আস্তিক-নাস্তিক যুদ্ধ ভাবার কি দরকার? একটু কি ইসলাম এর আসল মাকসিদে আসা যায় না? যেখানে জীবন রক্ষা একদম উপরের স্তরের একটা মাকসিদ? 

বরং এরকম বলদের মত 'এটা হইলে ওইটা হওয়া লাগবে' টাইপের গাজাখরি কথা না বলে মসজিদ হওয়ার কথা ছিল সব চেয়ে ফ্রন্টলাইনে জীবন বাঁচানোর। সরকার খুলে দিলেও আমরা যাব না, সবাই গেলেও যাব না, কারন আমি চাইনা যে আমার গাফিলতির জন্যে আরেকজনের ক্ষতি হক, মৃত্যু হক। এই দায় নিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে দাড়ানোর সাহস আমার নাই।

রমজান হলো নিজেকে সংযম করা, তাকওয়া শিখার মাস। তাকওয়া কিভাবে অবলম্বন হবে যদি আমার 'ধর্মীয়' কাজে অন্য কারো মৃত্যু হতে পারে?

মার্কেট, কারখানা খুলেছে যারা, তারা তো দুনিয়ার কথা ভেবে, অন্য মানুষের জীবন কে তুচ্ছ করে খুলেছে। আমরাও কি এক দুনিয়াবি কাল্পনিক 'আস্তিক-নাস্তিক' যুদ্ধ' নিয়ে পরে থাকব? নাকি আসলেই আল্লাহ কে ভয় করে নিজের, নিজের পরিবারের ও প্রতিবেশির হক আদায় করে তাদের নিরাপদ রাখার চেষ্টা করব? 

আল্লাহর ইবাদত কোন চার দেয়ালে আটকে থাকেনা। পাহাড়ের চূড়া কি সমুদ্রের মাঝে, যেকোন সময়ই, যেকোন যায়গায় ইবাদাত করা যায়। এই 'সব খুললে মসজিদ খুলুন' বলে নিজেকে খুব 'জিতসি' মনে করতে পারেন, কিন্ত মানুষের মৃত্যুর দায় নিয়ে কি আল্লাহর সামনে কিয়ামতের দিন দাড়াতে পারবেন? 

এখন খুলে গিয়েছে কিন্ত। এবার ঠিক করেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন।

আমি একজন ডাক্তার এবং একজন ইসলামিক পড়াশোনার ছাত্র। দুইটা ডিগ্রি ই নিচে লিখে রেখেছি।

Dr. Raiiq Ridwan
Specialty Trainee in Emergency Medicine
Cambridge University Hospitals

MBChB, University of Bristol, 2017

Bachelor of Arts in Islamic Studies, Islamic Online University, 2016

লেখাটি 'Corona Facebook Awareness Group in Bangladesh' থেকে সংগৃহীত। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা