চীন যদি মাত্র দুই সপ্তাহ আগে একশন নিতো, পুরো পৃথিবীটাই বেঁচে যেতো একটা মহাবিপর্যয় থেকে। মাত্র দুই সপ্তাহের কারণে পুরো পৃথিবীর ইতিহাস বদলে যেতে পারতো। মাত্র দুই সপ্তাহ! আমরা কেন চীনের সেই ভুল থেকে শিক্ষা নিচ্ছিনা?
আল-ফারুক শুভঃ পৃথিবীর একটা দেশও যদি করোনাভাইরাসকে জয় করতে পারে, সেটি হচ্ছে চীন। চীন ভ্রমণের অভিজ্ঞতা থেকে আমি সেটি শুরু থেকেই সেটি গভীরভাবে বিশ্বাস করতাম। কেন? কারণ, চীন হচ্ছে পৃথিবীর সবচে নিয়ন্ত্রিত দেশ। এখানে সবকিছু সিস্টেমেটিক। এই সিস্টেমের বাইরে যাওয়ার কারও কোন উপায় নেই। একজনেরও না।
সেই চীনেরই প্রবল হিমশিম খেতে হয়েছে এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে। একটা রিসেন্ট ডাটা এনালাইসিস এ বের হয়ে এসেছে, চীন যদি স্রেফ দুই সপ্তাহ আগে থেকে গুরুত্ব দিয়ে এই ভাইরাসের বিরুদ্ধে একশন নিতো, তাহলে এই ভাইরাসকে ৯৫%ই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতো। এবং এর ফল হিসেবে গোটা পৃথিবীতে এই রোগ ছড়িয়ে যাবার সম্ভাবনা প্রায় শূন্যে নেমে আসতো। হ্যাঁ, মাত্র দুই সপ্তাহ। এখানে ক্লিক করে দেখুন।
চীন পেরেছে বলেই অন্যান্য দেশ পারবে এমনটা ভাবার কোন কারণ নেই। খোদ আমেরিকার অবস্থা ছ্যাড়াবেড়া হয়ে গেছে, মাত্র কয়েক সপ্তাহে। কেন? হতে পারে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। কিন্তু চীনের ্মতো নাগরিকদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকায় নেই। তাহলে আমাদের কি হবে? আমাদের রক্ষা পাবার উপায় কি?
বাংলাদেশে করোনার যদি সত্যিকারের আউটব্রেক একবার শুরু হয়, এখানে যে অবস্থা হবে সেটি পৃথিবীর কারও নিয়ন্ত্রণের সাধ্য নেই। কেন নেই সেটির কোন ব্যখ্যার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, একটি উপায় আছে। সেটি হচ্ছে আগেভাগেই একশন নেয়া। আগেভাগেই একশন নেবার মানে হচ্ছে আগেভাগেই পুরো দেশ লকডাউন করে দেয়া। বিমানবন্দর, স্কুল, কলেজ, অফিস, আদালত সবকিছু। তার আগে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে মানুষ পাবে, সেটির ব্যবস্থা করা, প্রয়োজনে সেনাবাহিনী ডেপ্লয় করে।
এখন, আগেভাগেই একশন নেয়াটা অনেকটা বোকার মত, কিংবা হাস্যকর কাজ হয়ে যেতে পারে। কারণ, ভাইরাস এখনও তেমনভাবে আসেনি, তার আগেই কেন এমন সবকিছু বন্ধ করে রাখতে হবে? এর উত্তর হচ্ছে, আমরা চীন নই, আমরা বাংলাদেশ। ভাইরাস যদি একবার এসেই পড়ে, এটির সাথে লড়াই তো দূরের কথা, শুরুতেই সব কিছু ধ্বসে পড়বে। কাজেই, আমরা কোন চান্স নিতে পারিনা। কোন চান্স নেবার ০% সুযোগও আমাদের নেই। আমাদের হাতে তাই দুইটা অপশন।
প্রথম অপশন- ভাইরাস ভালোভাবে আসার আগেই সবকিছু লকডাউন করে ফেলা, এবং ভাইরাস আসার সম্ভাবনা কমিয়ে ফেলা। এতে করে দেশের ইকোনমি পিছিয়ে যাবে কয়েক মাস। মানুষের কস্ট হবে ভীষন। কিন্তু করোনার কারণে এই দরিদ্র দেশটি ধ্বংসের হাত রক্ষা পেয়ে যাবে সেই সম্ভাবনা ৯০%।
দ্বিতীয় অপশন হচ্ছে- দেশের ইকোনমির উন্নতি কয়েক মাস পিছিয়ে যাবে সেই রিস্ক না নেয়া। সবকিছু যেভাবে চলছে সেভাবেই চলতে দেয়া, একশন নেবার জন্য ভাইরাস এসে জেঁকে বসার জন্য অপেক্ষা করা, এবং পুরো সিস্টেম কলাপস করার, এবং পুরো জাতির মহামারী হবার ৯০% ঝুঁকি নেয়া।
আমি বিশেষজ্ঞ নই, খুব সামান্য মানুষ। আমি তাই প্রথম অপশনটাই বেছে নেবো। কারণ যেটা করলে ৯০% সম্ভাবনা দেশ বাঁচানোর, সেটাই করবো আমি, সহজ হিসাব। আমাদের এখানে এখনও করোনা সেভাবে আসেনি। এটা অবিশ্বাস্য একটা সুযোগ। এখনই সম্ভবত সেরা সময় সবকিছু লকডাউন করে দেবার। এই সুযোগ হেলায় হারিয়ে ফেলার জন্য সম্ভবত খুব অল্প ক'টি দিনই আমাদের হাতে আছে।
একটু সিরিয়াসলি ভাবুন, চীন যদি মাত্র দুটো সপ্তাহ আগে একশন নিতো, পুরো পৃথিবীটাই বেঁচে যেতো একটা মহাবিপর্যয় থেকে। মাত্র দুই সপ্তাহের কারণে পুরো পৃথিবীর ইতিহাস বদলে যেতে পারতো। মাত্র দুই সপ্তাহ! আমরা কেন চীনের সেই ভুল থেকে শিক্ষা নিচ্ছিনা?