বাংলাদেশে আবুল বাবুল শ্যামলা শাতুলদের মতো হাজার হাজার কোটিপতি থাকে, কিন্তু লতিফুর রহমানের মত মানুষ থাকেন হাতে গোনা। অথচ সততা, মানবিকতা, দেশপ্রেম, বিনয়, মানুষের প্রতি মর্যাদাবোধসহ বহু কিছুর পাঠ্য হতে পারেন লতিফুর রহমান...

একজন লতিফুর রহমানের কাছ থেকে কিছু শিখতে পারি আমরা বহু কিছু। ব্যবসায়ীরা শিখতে পারেন কি করে আজীবন সৎভাবে ব্যবসা করতে হয়। শিখতে পারেন একজন উদ্যাক্তা কিভাবে কর্মী বান্ধব হতে পারেন। ক্ষমতাশালীরা শিখতে পারেন ক্ষমতা বা প্রভাব থাকলেও সেগুলো ব্যবহার না করে কি করে বিনয়ী থাকা যায়।

মিডিয়া মালিকরা শিখতে পারেন কি করে নিরপেক্ষ মিডিয়া গড়ে তোলা সম্ভব। শিখতে পারেন দেশের সবচেয়ে প্রভাবশালী মিডিয়ার মালিক হওয়ার পরেও কি করে সেখান থেকে নিজেকে দূরে রাখতে হয়। শিখতে পারেন কি করে সাংবাদিকদের মর্যাদা দিতে হয়।

কথায় কথায় যারা বিদেশে সম্পদ করেন তারা শিখতে পারেন নিজে এবং নিজের পরিবারের সবাইকে নিয়ে কি করে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে দেশে থাকা যায়। হাঁচি কাশি হলেই যারা বিদেশে চিকিৎসার জন্য যান তারা শিখতে পারেন অসুস্থ হলে বিদেশের বদলে নিজের গ্রামের বাড়িতে চলে যাওয়া যায়। হতাশ ও কষ্ট পাওয়া মানুষরা শিখতে পারেন নানান শোকে ভেঙে না পড়ে, কি করে আবার ঘুরে দাঁড়াতে হয়।

লতিফুর রহমান

লিখলে আরও বহু কথা লিখা যায়। লতিফুর রহমানকে নিয়ে নিজে সামান্য লিখেছি, দিনভর নানাজনের লেখা পড়েছি। এমন কোন মানুষ পাইনি যার লেখায় লতিফুর রহমানের প্রতি শ্রদ্ধা ফুটে ওঠেনি। আফসোস আমরা লতিফুর রহমানদের কাছ থেকে শিখি না। এমনকি তার গড়া অনেক প্রতিষ্ঠানের কর্ণধাররাও না।

আর সে কারণেই বাংলাদেশে আবুল বাবুল শ্যামলা শাতুলদের মতো হাজার হাজার কোটিপতি থাকে, কিন্তু লতিফুর রহমানের মত মানুষ থাকেন হাতে গোনা। অথচ সততা, মানবিকতা, দেশপ্রেম, বিনয়, মানুষের প্রতি মর্যাদাবোধসহ বহুকিছুর পাঠ্য হতে পারেন লতিফুর রহমান। পরপারে ভালো থাকবেন স্যার। আপনার জন্য অনেক অনেক শ্রদ্ধা।

*

প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- https://www.egiyecholo.com/contributors/write-for-us


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা