লাস ভেগাস- স্বল্প টাকায় ক্যাসিনোর স্বর্গশহর ভ্রমণ
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
ক্যাসিনোর এই শহরে উইকেন্ড বাদে বাকী পাঁচদিনের হোটেল খরচ ঢাকার চেয়েও অনেক কম!
কাজী আসমা আজমেরী: আমেরিকার লাস ভেগাসে আমার যাওয়া হয়েছিল ২০১৩ সালের ৩০ই ডিসেম্বর নিউ ইয়ার উদযাপন করার জন্য। কিন্তু আমি ওখানে গিয়ে একদিনের জায়গায় থেকেছিলাম ২৯ দিন! অনেকেই হয়তোবা শুনে আঁতকে উঠবেন। এটা তাদের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং এক্সপেন্সিভ সিটি বটে। পৃথিবীর নানা জায়গায় ঘুরেছি আমি, কিন্তু এত সস্তায় জীবনে আর কোথাও ফাইভস্টার হোটেলে থাকতে পারিনি। এ এক এমন শহর, যা কিনা রাতের শহর, এই শহর কখনো ঘুমায় না। রাত ৩টার সময় এখানকার খাবারের দোকান খোলা থাকে। এবং এখানে সত্যিই টাকা রাস্তায় উড়ে, বাতাসে উড়ে।
আমার মনে আছে আমি একটি টিভি শো দেখেছিলাম এক ঘন্টার, সেজন্য আমাকে ৩৫ ইউএস ডলার দিয়েছিল। এবং প্রতিটি রাস্তায় হাঁটতে গেলে বিভিন্ন রেস্তোরাঁর খাবারের ডিসকাউন্ট প্রকাশ্যেই দিয়ে যেত। এবং যারা ককটেল খেতে পছন্দ করেন, তাদের জন্য তো এ শহর স্বর্গ, বিনা পয়সায় ক্যাসিনোতে বসে ভালো ককটেল খাওয়া যায়। তবে ভুলেও ক্যাসিনোতে খেলবেন না, তাহলে ফতুর হয়ে যাবেন।
লাস ভেগাস হলো নেভাডা স্টেট, এখানে এক সময় মরুভূমি ছিল। তারপর এখানে গড়ে তোলা হয় ক্যাসিনো, বিশাল শপিং মল, পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত বিল্ডিংয়ের আকৃতির আদলে গড়া বিভিন্ন হোটেল। একেকটি হোটেল একেকটি দেশ ও তার ঐতিহ্য বহন করে। যেমন, আপনি এখানে পাবেন আইফেল টাওয়ার থেকে শুরু করে পিরামিড, সিজার প্যালেস, কিংবা ইতালির ভেনিস ভ্যালেনশাইন হোটেলে। কেন্দ্রে অবস্থিত হলিউড প্লানেটে দেখানো হয় বিভিন্ন ধরণের শো। হুইনি নামের হোটেলটি সমস্ত ফুল দিয়ে সাজানো। র্বেলা জিও হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ হোটেলের মধ্যে একটি।
শহরটিতে ওয়াটার ফল আছে, যা শহরকে আরো সুন্দর করে রেখেছে। রয়েছে মান্ডালি বে সার্কাস, যেখানে দর্শকদের জন্য রয়েছে অবিরত ফ্রি সার্কাস শো। বলা যায়, শহরের ভেতরে একটি ছোট আধুনিক দেশ রয়েছে, যেখানে আমাদের মতো অনুন্নত দেশের লোকরা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারে। অনেক কম পয়সায় অনেক সুন্দর সুন্দর জিনিস এবং আর্কিটেক্ট এবং সৌন্দর্যের পরিপূর্ণ একটি শহর লাস ভেগাস। জঙ্গল থেকে শুরু করে মরুভূমি সব কিছুই রয়েছে এখানে।
আর যারা চান বাঞ্জি জাম্প কিংবা জিপ্লাইন, তার জন্য আছে ভেগাসের ওল্ড তৃপ্ত। এবং প্রতিদিন এখানে পার্টি এবং গান-বাজনা হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো- এখানে একটি হার্টঅ্যাটাক নামের রেস্টুরেন্ট আছে, যেখানে মেয়ে ওয়েটাররা নার্সদের পোশাক পরে এসে খাবার সার্ভ করে এবং ছেলে ওয়েটাররা ডাক্তারদের অ্যাপ্রোন পরে ব্লাড ব্যাগে করে কোকাকোলা কিংবা বিয়ার সার্ভ করে। আর যদি খাওয়া শেষ করতে না পারেন, তাহলে তো সুন্দরী নার্সের হাতে লাঠির বাড়ি খেতে হবে। এই রেষ্টুরেন্টের খাবারে অতিরিক্ত ফ্যাট থাকায় এর নাম হার্টঅ্যাটাক দেয়া হয়েছে, এটি ফ্রীমন স্ট্রিটে অবস্থিত। এই শহরের বিভিন্ন এলাকায় কমেডি ক্লাব থেকে পৃথিবীর বিখ্যাত সার্কাস রয়েছে।
লাস ভেগাসে যারা যেতে চান তাদের জন্য সবচেয়ে সুন্দর টাইম হচ্ছে ডিসেম্বরে। শুধুমাত্র শুক্র আর শনিবার বাদ দিয়ে সপ্তাহর বাকি ৫ দিনের যেকোনো একদিন ফাইভ স্টার হোটেলে বুক করে ফেলবেন মাত্র ৪০ থেকে ৫০ ডলারের ভেতর। যারা চান সুন্দর নিউ ইয়ার উদযাপন করতে, তাদের জন্য লাস ভেগাস হলো প্যারাডাইস। তবে আর দেরি কেন! ঝটপট রেডি হয়ে যান লাস ভেগাস যাওয়ার জন্য আর উপভোগ করুন সুন্দর ফাইভ স্টার হোটেল, রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত, ঢাকার নিম্নমানের কোনো সস্তা হোটেল থেকেও অনেক কম খরচে।
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন