বিদ্যানন্দের শুরু, কিংবা একজন কিশোর কুমার দাসের গল্প!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

ক্ষুধা পেটে রাস্তায় হাঁটার সময় দেখতেন বিত্তবানরা দামী খাবার খাচ্ছে। তিনি তাকিয়ে থাকতেন, যদি কখনো একজন তাকে খাবার দেয়! সেই মানুষটার গড়া বিদ্যানন্দ ফাউন্ডেশন এখন লাখ লাখ মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে...
আত্মহত্যার প্রবনতা ছিল, জীবনে দুইবার তিনি সুইসাইডাল চিন্তা করেছিলেন। একবার শৈশবে অভাবের বঞ্চনায়, আবার পরিণত বয়সে যখন তার সব আছে, তখন।
শৈশব দিয়েই শুরু করি। তাঁর পরিবারে তিনবেলা খাবারের নিশ্চয়তা ছিল না, দুপুরে রান্না হলে রাতের খাবার ছিল অনিশ্চিত। অনেকেই শৈশবে ফিরে যেতে চায়, কিন্তু তিনি কখনো শৈশবে ফিরতে চান না। প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা, অভাব আর বঞ্চনার অনুভূতি তার স্মৃতিতে প্রবল। ক্ষুধা পেটে রাস্তায় যখন হাঁটতেন, তখন দেখতেন বিত্তবানরা দামী খাবার খাচ্ছে, তিনি তাকিয়ে থাকতেন- যদি কখনো একজন তাকে দেখে খাবার তুলে দেয়! কেউ দেয়নি।
তিনি উপলব্ধি করতেন জন্মগত কারণে তিনি গরীব বঞ্চিত। আশেপাশের ধনী মানুষগুলোকে দেখে তিনি অবাক বিস্ময়ে ভাবতেন, ওদের অনেক আছে তবুও কেন ওরা আমাদের টেনে তুলছে না? খুব ছোট বয়সেই তিনি বুঝে যান ধনী-গরীবের বৈষম্য। সংখ্যালঘু নির্যাতনের কারণে প্রায় সব সদস্য দেশ ছেড়ে বহু আগেই চলে গিয়েছিল, কেবল টিকে ছিল তাঁর পরিবার। তিনি কখনো তার আত্মীয়দের দেখেননি। বিপদে কখনো পাননি নির্ভরতার ছায়া।
বাবা ছিলেন তৃতীয় শ্রেণির সরকারী কর্মচারী। যে সামান্য আয়, তাতে পাঁচ ছেলেমেয়েকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো প্রতিনিয়ত। অভিমান হতো খুব বাবা-মা'র প্রতি, এই সমাজের প্রতি। শারিরিক কিছু প্রতিবন্ধকতার কারণে স্কুলে কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহন করেনি, পরিবারেও তিনি ছিলেন আলাদা, একাকী। পড়াশোনায় মারাত্মক খারাপ ছাত্র ছিলেন। ফেল করতেন অন্তত ছয় সাত সাবজেক্টে। বন্ধুহীন তিনি শুয়ে শুয়ে সৃষ্টিকর্তাকে ডাকতেন কেবল- আমাকে একটা সুযোগ দাও, আমি ভালো কিছু করবো।
মিরাকেল ঘটলো যেন, যেই ছেলে কখনো অংকে পাশ করতে পারেনি, সে নব্বই পচানব্বই করে পাওয়া শুরু করল। কিন্তু ঐ যে অভাব যার নিত্যসঙ্গী, পথ তার এতো মসৃণ নয়। এসএসসি পর টাকার অভাবে দুই বছর বন্ধ ছিল পড়াশুনা। নিজে টিউশনি করিয়ে টাকা জমিয়ে ইন্টারে ভর্তি হন।

এরপর কেবল এগিয়ে চলা। ইঞ্জিনিয়ারিং পাশ করেন, একের পর এক সিভি ড্রপ করেন- সিইও পোস্ট থেকে কেরানী। অল্প সময়ের ব্যবধানেই চাকুরী পেয়ে যান, একে একে দেশের টপ প্রাইভেট অর্গানাইজেশনের উচ্চ পদে কাজ করেন তিনি, আরও বড় পোস্টে বড় কর্মকর্তা করে তাঁকে পাঠানো হয় বিদেশে। কিন্তু বিদেশের মাটিতে প্রবল সম্পদের মাঝে থেকে তিনি উপলব্ধি করেন, জীবনের অর্থ কী? একদিন তাঁর টাকা ছিল না, টাকার অভাবে ঘরে ভাত ছিল না, আজ টাকা আছে কিন্তু এই টাকা দিয়ে কী হবে? ছাদের কিনারায় দাঁড়িয়ে তিনি ভাবেন- যদি লাফিয়ে পড়ি, মরে যাব। দুইদিন সবাই কাঁদবে, তারপর ভুলে যাবে। তবে কেন এতো সংগ্রাম, তবে কেন এই মানবজনম?
জীবনের অর্থ খুঁজতে তিনি বের হন। পথে খুঁজেন কিছু বোকা মানুষ। কারণ বোকারাই গড়তে জানে, চালাকরা খোঁজে স্বার্থ। কিছু বোকা মানুষ পেয়ে যান, মাত্র পাঁচজনকে নিয়ে গড়ে তুলেন একটি সংগঠন। সেই সংগঠনটি আজ লাখ লাখ অভুক্ত, বঞ্চিত, আশাহীন মানুষের বেঁচে থাকার ভরসা, আশার প্রদীপ।
জীবনের প্রতি তাঁর প্রত্যাশা নেই। তিনি পরিশ্রম করতে জানেন, সফলতা চান না। কেবল হেঁটে যেতে চান। তাঁর হাতে গড়া সংগঠনটির নাম বিদ্যানন্দ। এক টাকার আহার।
তিনি কিশোর কুমার দাস। আজ কিশোর কুমার দাসের হেঁটে যাওয়া পথের সঙ্গী সমগ্র বাংলাদেশ, তিনি আমাদের সময়ের আশার বাতিঘর।
আরও পড়ুন-
- বিদ্যানন্দ, আপনারা আর কত ম্যাজিক দেখাবেন?
- কয়জন পারে এমনটা করতে?
- প্রশাসনের দায়িত্ব- অথচ পালন করছে বিদ্যানন্দ!
- ইতিহাস মনে না রাখলেও, এই মানুষগুলোকে মনে রাখব আমরা...
*
প্রিয় পাঠক, চাইলে 'এগিয়ে চলো'তে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন
যোগ দিন এগিয়ে চলো বাংলাদেশ ফেসবুক গ্রুপে