সাদামাটা অভিনেত্রী, কিন্ত অসাধারণ পরিশ্রমী!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

ক্যাটরিনা কাইফ- অভিনেত্রী হিসেবে তিনি টেনেটুনে পাশমার্ক পাওয়ার মতো। কিন্ত গ্ল্যামারের দিক থেকে তার সমকক্ষ সম্ভবত পুরো বলিউডেই কেউ নেই। হিন্দি না বলতে পারা তরুণী থেকে একের পর এক সুপারহিট সিনেমার সঙ্গে নিজের নাম জুড়ে নিয়েছেন, সেটা তো কেবল কুড়িয়ে পাওয়া কোন অর্জন নয়। ক্যাটরিনা কাইফের পরিশ্রম, তার ডেডিকেশন দেখেছিলেন প্রকাশ ঝা। প্রকাশের পরিচালিত 'রাজনীতি' সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছিলে ক্যাটরিনা। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রকাশ ঝা শেয়ার করেছিলেন এভাবেই-
"রাজনীতি সিনেমাতে একটি দৃশ্য আছে যেখানে নানা পাটেকর কিছু সংলাপ বলবেন আর ক্যাটরিনা হুবুহু সেইসব সংলাপ রিপিট করবেন। বেসিক্যালি এটি ছিল ক্যাটরিনার শপথ নেয়ার একটা দৃশ্য। খুব একটা রিহার্সেলের দরকার নেই আর যেহেতু আপনার সহঅভিনেতা আপনাকে সমস্ত সংলাপ বলেই দিচ্ছেন আর আপনাকে শুধুমাত্র সেটাকে রিপিট করতে হবে, সো এটা খুব একটা কঠিন দৃশ্য না ধারণ করার জন্য।
যেদিন এই দৃশ্যটা ধারণ করব ভেবেছিলাম সেদিন সেটা করলাম না।সেদিন আরেকটা কঠিন দৃশ্যের শুট করব ভাবলাম। এই তুলনামূলক সহজ দৃশ্যটাকে আরেকদিন করার চিন্তা করলাম। শুটিং ইউনিটের সবাইকে জানালাম, সবাই তৈরি আর আনন্দিত তুলনামূলক সহজ দৃশ্যের শুটিং এর কথা শুনে, শুধু একজন বাদে। আর তিনি হচ্ছেন ক্যাটরিনা কাইফ।
নানা পাটেকরের সাথে সেই দৃশ্যের শুটিং আজকে হবে জেনে তার মাথায় যেন বাজ পড়ল! একটা ঘন্টা শুধু কাঁদলই! আমার অবস্থা তো আক্কেলগুড়ুম! এই মেয়ে এর চেয়েও কঠিন সব দৃশ্য এতদিনে করে ফেলসে, আজকে তার হলটা কি? এক ঘন্টার কান্না শেষ হওয়ার পর সে আমার কাছে আসলো আর আমি জিজ্ঞাসা করলাম- সমস্যাটা কী!?
- প্রকাশ জি, আমি আজকের দৃশ্যের জন্য প্রস্তুত না।
- এটাতে তো খুব একটা প্রস্ততির দরকার নেই, ঘন্টাখানেক সময় দিলেই হয়ে যাবে! জাস্ট নানা যা বলবে সেটাই তুমি তার সাথে সাথে রিপিট করবে। নাথিং এলস। আজকে তোমার আর কোন অংশের শুটিং হবে না।
- কিন্তু আজকে তো এই দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল না! আজকে যে দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল, সেটার জন্য আমি গত দুইদিন রিহার্সাল করেছি আর আজকে সকালে এসে শুনি এই অবস্থা! আপনার পুরো সিনেমাতে এই দৃশ্যটা খুব বাজে দেখাবে আর মানুষ খুব সহজেই দেখে বুঝতে পারবে যে এই দৃশ্যে গুরুত্ব দেয়া হয়নি।
- শুটিং সেটের সবাই প্রস্তুত, এখন এই আলাপ করলে হবে? শুধু শুধু প্যানিক করছ তুমি।

-দরকার পড়লে আপনার আজকের একদিনের পুরো শুটিংয়ের খরচ দিতে রাজি আমি, এরপরেও আজকে এই দৃশ্যটা শুটিং কইরেন না, প্লিজ"
ক্যাটরিনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। সেদিনের মেয়ে কিনা বলে পুরো শুটিংএর একদিনের খরচ সে নিজের পকেট থেকে দেবে জাস্ট শুধুমাত্র আগে থেকে একটা দৃশ্য প্র্যাক্টিস করতে পারেনি বলে?
ক্যাটের মাতৃভাষা হিন্দি না, তবে রাজনীতির একটা সিনেও ক্যাটের হিন্দির জন্য আমাকে কোন সিন কাট করতে হয়নি। একটা সিনেও না। টেকনিকেল ফল্টের জন্য কাট করতে হয়েছে, আরেকটু বেটার এক্সপ্রেশনের জন্য আরেকবার শট নিয়েছি, কিন্তু হিন্দি ভুল বলার জন্য একবারও কাট করতে হয়নি। উল্টো চার পৃষ্ঠার একটা দৃশ্য যার পুরোটাই হিন্দিতে বলা, সেই দৃশ্যটা ক্যাট এক টেকেই ওকে করেছে।
এই মেয়েটা তখন থেকেই যে পরিমাণ পরিশ্রম করত, তার তুলনা হয় না। নিজের উচ্চারণে আর সংলাপে এতটাই সময় দিয়েছিল সে, যে অনেকসময় দেখতাম নিজের সংলাপের পাশাপাশি রনবীর আর নানার সংলাপও হুবুহু মুখস্ত বলে যাচ্ছে সে।"