বিশ্বের সেরা অর্থমন্ত্রীর অর্থ ও এক দুঃসাহসী গৃহকর্মীর গল্প
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
বিশ্বসেরা অর্থমন্ত্রীর অর্থ নিয়ে চম্পট দেয়া সালমা ঠিক কোথায় আছেন কেউ জানে না। সেই অর্থ কি শেয়ার মার্কেটেই বিনিয়োগ করবেন, নাকি তা দিয়ে লোটাস তথা পদ্মফুলের চাষ করবেন, সেটাও বলা যাচ্ছে না।
মধ্যরাতের বাংলাদেশ। নীরব সুনসান রাস্তায় ছিনতাইকারী ধরেছে এক লোককে, 'ঐ ব্যাটা! যা আছে দিয়া দে!' সেই লোকের জবাব, 'কে তোরা? চিনিস আমাকে? আমি এই এলাকার সরকারী দলের নেতা!' ছিনতাইকারীর যুগান্তকারী উত্তর, 'তাইলে এতোদিন আমাদের থেকে যা নিছিস, তা বের কর! কুইক!'
শুনতে হাস্যকর মনে হলেও প্রায় সেরকম একটি ঘটনাই ঘটেছে সম্প্রতি। গত ১৩ ডিসেম্বর অর্থমন্ত্রীর বাসায় হয়েছে চুরি। মন্ত্রীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা চুরি করে পালিয়েছেন বাসার গৃহকর্মী সালমা বেগম। ঘটনা এতটাই বিব্রতকর যে খোদ গুলশান থানার পরিদর্শক (তদন্ত) বিডিনিউজকে উত্তর দিয়েছেন আমতা করতে করতে, “চুরি বলতে কি... গৃহকর্মী টাকা চুরি করে পালিয়েছে।”
এদিকে, বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে বাংলাদেশের অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালকে ‘গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ডে’ ভূষিত করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের মাসিক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ পত্রিকা ২০২০ সালের জন্য ‘ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০’-এ তাকে ভূষিত করে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় থকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিশ্বসেরা অর্থমন্ত্রীর অর্থ নিয়ে চম্পট দেয়া সালমা ঠিক কোথায় আছেন কেউ জানে না। সেই অর্থ কি শেয়ার মার্কেটেই বিনিয়োগ করবেন, নাকি তা দিয়ে লোটাস তথা পদ্মফুলের চাষ করবেন, সেটাও বলা যাচ্ছে না। এমতাবস্থায় জাতির বিবেকের কাছে প্রশ্ন করা ছাড়া কোনো উপায় নেই। উন্নয়নের জোয়ারে ভাটা এনে দেয়ার মতন এমন ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যাচ্ছে না। যেখানে দেশের মহামান্য মন্ত্রীদের বাসাতে নিরাপত্তা নেই, সেখানে একজন আমজনতা কিভাবে তার নিরাপত্তার নিশ্চয়তা পাবে? কে জানে!
এমন একটি ঘটনা ঘটে গেল, এখনো কোনো কুলকিনারা হয়না। দেশে বিচারের দীর্ঘসূত্রিতার সূত্র ধরেই কিনা, চুরির মামলা দায়ের করা হয়েছে ঘটনার ১৮ দিন পর! যাক, এসব বিষয়ে আমরা নাক না গলাই। বরং অর্থমন্ত্রীর কষ্টে আমরা সমব্যথী হই। সালমা বেগম, আপনি যেখানেই আছেন, ফিরে আসুন! কোটি কোটি টাকা লোপাটের দেশের অর্থমন্ত্রীর বাসা থেকে আপনি স্রেফ ৭০ হাজার টাকা নিয়ে ভেগে যেতে পারেন না!