কোনো ফিল্মি ক্যারেক্টারের অনুকরণে নিজেকে সাজানোটাই কসপ্লে কনটেস্টের থিম। জাস্ট বলিউড গ্রুপের এই কসপ্লে কনটেস্টের ছবিগুলো দেখুন, শতভাগ নিখুঁত হয়তো নয়, তবে প্রতিটা ছবিতেই পছন্দের তারকাকে অনুকরণের সর্বোচ্চ চেষ্টা ছিল অংশগ্রহণকারীদের মধ্যে...
কসপ্লে, বিনোদন দুনিয়ায় এখন এটা বেশ পরিচিত শব্দ। কোনো ফিল্মি ক্যারেক্টারের অনুকরণে নিজেকে সাজানোই এর থিম। বিশ্বজুড়ে প্রায়ই আয়োজিত হয় এমন কন্টেস্ট। সম্প্রতি বলিউডি সিনেমা বিষয়ক গ্রুপ জাস্ট বলিউড প্রথমবারের মত আয়োজন করেছে কসপ্লে কন্টেস্ট। পাঁচ দিনব্যাপি চলা এই উৎসব থেকে আপনাদের জন্য দেয়া হলো বাছাইকৃত কিছু ছবি। একদম নিখুঁত হয়তো নয়, তবে প্রতিটা ছবিতেই পছন্দের তারকাকে অনুকরণের সর্বোচ্চ চেষ্টা ছিল অংশগ্রহণকারীদের মধ্যে।