কোনো ফিল্মি ক্যারেক্টারের অনুকরণে নিজেকে সাজানোটাই কসপ্লে কনটেস্টের থিম। জাস্ট বলিউড গ্রুপের এই কসপ্লে কনটেস্টের ছবিগুলো দেখুন, শতভাগ নিখুঁত হয়তো নয়, তবে প্রতিটা ছবিতেই পছন্দের তারকাকে অনুকরণের সর্বোচ্চ চেষ্টা ছিল অংশগ্রহণকারীদের মধ্যে...

কসপ্লে, বিনোদন দুনিয়ায় এখন এটা বেশ পরিচিত শব্দ। কোনো ফিল্মি ক্যারেক্টারের অনুকরণে নিজেকে সাজানোই এর থিম। বিশ্বজুড়ে প্রায়ই আয়োজিত হয় এমন কন্টেস্ট। সম্প্রতি বলিউডি সিনেমা বিষয়ক গ্রুপ জাস্ট বলিউড প্রথমবারের মত আয়োজন করেছে কসপ্লে কন্টেস্ট। পাঁচ দিনব্যাপি চলা এই উৎসব থেকে আপনাদের জন্য দেয়া হলো বাছাইকৃত কিছু ছবি। একদম নিখুঁত হয়তো নয়, তবে প্রতিটা ছবিতেই পছন্দের তারকাকে অনুকরণের সর্বোচ্চ চেষ্টা ছিল অংশগ্রহণকারীদের মধ্যে। 

এই ছবিটি জিতেছে প্রথম পুরস্কার। এই ছবি দেখে প্রশংসা করেছেন স্বয়ং হাথোড়া ত্যাগী, ওরফে অভিষেক ব্যানার্জী
শ্রদ্ধা কাপুরকে অনুকরণ করেছেন একজন

 

কবির সিং
সবে মিলে করি কাজ! বরফি সিনেমার পোস্টার অনুকরণে
গাল্লি বয়ের আলিয়া ভাটকে অনুকরণ করেছেন একজন

 

শাহরুখ খানকে অনুকরণের চেষ্টা

 

ভূমি পেদনেকর, সিনেমার নাম দম লাগা কে হাইশা
মানিয়া সুরভে, ওরফে জন আব্রাহাম

 

ভুল ভুলাইয়া সিনেমার বিদ্যা বালান
অনন্য পান্ডে

 

আনুশকা শর্মা
ক্লোজ এনাফ?

 

আরেক শাহরুখ ভক্ত

 

সারা আলি খানের ব্যায়ামের পোজটাই নকল করলেন একজন!

 

পুরুষ অংশগ্রহণকারীদের মধ্যে কবির সিংয়ের জনপ্রিয়তা লক্ষণীয়

 

অক্ষয় কুমার, ফির হেরা ফেরি

 

অক্ষয় কুমার- ভুল ভুলাইয়া

 

ভিকি কৌশল

 

নওয়াজউদ্দিন সিদ্দিকী, গ্যাংস অফ ওয়াসিপুর
আরও একজন অনুকরণ কররছেন আনুশকা শর্মাকে

 

শাহরুখ-ঋত্বিক: কাভি খুশি কাভি গাম
সালমান খান, তেরে নাম
শহীদ কাপুর, হায়দার
সনু সুদের ভক্ত
আবারও ভূমি
ড্রিম গার্ল হেমা মালিনী
রাজপাল যাদব, ভুল ভুলাইয়া
তাপসী-ভূমি: সান্ড কি আঁখ
নিখুঁতের কাছাকাছি?
রনবীর সিং

ছবি কৃতজ্ঞতা- জাস্ট বলিউড

প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা