ব্যক্তিগত দ্বন্দ্বকে পুঁজি করে এমন ভিত্তিহীন যুক্তি দাঁড় করানো, গুজব ছড়ানো কতটুকু যুক্তিযুক্ত সেটা একজন প্রধানমন্ত্রীর অন্তত বোঝা উচিত। ক্রিকেট আর রাজনীতি যে এক নয়, সেটা এই আক্রমনাত্বক খেলোয়ারকে কে বোঝাবে বলুন!  

পাকিস্তানে যৌন অপরাধ বৃদ্ধির জন্য বলিউডকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির কনটেন্ট ডেভেলপার ও ইউটিউবারদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করে বলেন, বলিউডের কারণেই সাম্প্রতিক সময়ে পাকিস্তানের যৌন অপরাধের সংখ্যা বেড়েছে।  তার এমন মন্তব্যের পর, সোশ্যাল মিডিয়া ফের শুরু হয়েছে সমালোচনার ঝড়। নিয়মিত বেফাঁস মন্তব্য করে ট্রলের শিকার হওয়া ইমরান খান যেন আলোচনার কেন্দ্রবিন্দুতেই থাকতে পছন্দ করেন।

ইতিমধ্যেই পাকিস্তানে বলিউডের সিনেমা ব্যান করা হয়েছে। তারপরেও ক্ষোভ কমাতে পারছেন না ইমরান। তার পুরো বক্তৃতাজুড়ে টার্গেট করেছেন বলিউডকে। একজন প্রধানমন্ত্রীর মতো দায়িত্বপূর্ণ পদে থাকা কেউ যদি নিজ দেশের অপরাধের জন্য অন্য দেশের ফিল্ম ইন্ডাজট্রিকে দোষারোপ করে তবে সেটা আসলেই হাস্যকর।

একটা ফিল্ম ইন্ডাজট্রির কাজ বিনোদন জোগানো, যেভাবেই হোক তারা সেটাই করার চেষ্টা করবে। কারো শিক্ষার দায়ভার শাহরুখ খান বা বলিউডের না। এ দায়িত্ব পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের। নিজ ব্যর্থতাকে বলিউড দিয়ে ঢাকার মতো এমনই এক অদ্ভূত লজ্জাহীনতায় ভুগছেন ইমরান খান।  

উক্ত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইমরান খান 

কিছুদিন আগেও বাংলাদেশের র‍্যাব এর একটি ভিডিও ফুটেজ টুইট করে ভারতীয় পুলিশের নামে চালিয়ে দিতে গিয়ে ধরা খেয়েছিলেন পাকিস্তানের বিতর্কিত প্রধানমন্ত্রী ইমরান খান। পরবর্তীতে চোরের মতো সে টুইট ডিলিট করেছিলেন। তার এমন দায়িত্ব-জ্ঞানহীন কর্মকান্ডে প্রায়ই সমালোচনার শিকার হচ্ছেন তিনি।

জাতিসংঘে ঘোষণা দিয়ে মুসলিম উম্মাহর দায়িত্ব নিজ কাঁধে নেয়া ইমরান খান কি বুঝতে পারছেন না যে প্রতিনিয়ত এমন হাস্যকর মন্তব্য করে নিজেকে তো হাসির পাত্র বানাচ্ছেনই, সাথে মুসলমানদেরও বারোটা বাজিয়ে দিচ্ছেন!   

ব্যক্তিগত দ্বন্দ্বকে পুঁজি করে এমন ভিত্তিহীন যুক্তি দাঁড় করানো, গুজব ছড়ানো কতটুকু যুক্তিযুক্ত সেটা একজন প্রধানমন্ত্রীর অন্তত বোঝা উচিত। পুরো দেশের দায়িত্ব যার কাঁধে, অন্তত তার কাছ থেকে এমন বেখেয়ালি আচরণ মেনে নেয়া যায় না। ক্রিকেট আর রাজনীতি যে এক নয়, সেটা এই আক্রমনাত্বক খেলোয়ারকে কে বোঝাবে বলুন!  

আরো পড়ুনঃ ভারতকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন ইমরান খান!


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা