আইসিইউ খালি আছে কিনা, জানা যাবে যে ওয়েবসাইটের মাধ্যমে!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

আপনারা তো দেখছেনই আশেপাশে আইসিইউ এর কি পরিমাণ সংকট। রোগীরা অনেকেই হাসপাতালে হাসপাতালে ঘুরছেন, কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল' হওয়ার পরেই কেউ কেউ পাচ্ছেন সিট, কিন্তু সেটাও অনেক সময় দেরিই হয়ে যাচ্ছে। এই সমস্যার একটা সমাধান হতে পারে যদি আমাদের কাছে আইসিইউ এর ইন্সট্যান্ট ইনফরমেশনটা থাকে!
সুচয়ন চাকমা কিংশুক: এই পুরো সংকটটাই বিরাজ করছে কারণ কোন হাসপাতালে আইসিইউ এভেইলেবল, এটা আগে থেকে আমরা জানতে পারছি না। এর জন্যই হাসপাতালে হাসপাতালে এম্বুলেন্সে রোগী নিয়ে ঘুরছেন ঢাকা বা ঢাকার বাইরে থেকে আসা রোগীর স্বজনেরা।
কোন হাসপাতালের আইসিইউ এই মুহূর্তে কয়টা ফাঁকা আছে, সেই তথ্য একটা ওয়েব এপ্লিকেশনের মাধ্যমে একসাথে করার ইনিশিয়েটিভ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং মেডিকেল কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। বিভিন্ন জেলার সিভিল সার্জনদের সাথে কথা বলে ওয়েবসাইটটিতে ইনিশিয়াল একটি লিস্ট দেওয়া হয়েছে। এর পরে তাদের সাথে কাজ করা ভলান্টিয়াররা হাসপাতালগুলোতে নিয়মিত যোগাযোগ করে এই লিস্টকে আপডেট করবেন, যাতে করে এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় কতটি আইসিইউ এবং কোভিডের জন্য সংরক্ষিত সিট ফাঁকা আছে, তা যেন জানা সম্ভব হয়।
এই কাজটা চালাবেনই ভলান্টিয়াররা, যারা স্পটে থাকবেন বা হাসপাতালে কল দিবেন। আপডেট জানাবেন, কোথায় আইসিইউ ফাঁকা আছে কিনা। চাইলে আপনিও আপনার জায়গা থেকে ভলান্টিয়ার হয়ে তাদের সাহায্য করতে পারেন। এমনকি আপনার আইসিইউ প্রয়োজন হলে এখান থেকে সহজেই জানতে পারবেন কোথায় আইসিইউ ফাঁকা আছে।

উদ্যোগটির সাথে সম্পৃক্ত সুস্মিত জানান, 'এই ওয়েব এপ্লিকেশনের সাহায্যে আমরা আপনাদের হাসপাতাল ভিত্তিক আইসিইউ এবং করোনা চিকিৎসার জন্য নিয়োজিত বেডের সংখ্যা জানাতে চাই। আইসিইউ এর এই মুহূর্তের খবর সংকটাপন্ন রোগীর খবর আমরা দিতে চাই, কিন্তু এর জন্যে লাগবে ভলান্টিয়ার। আমাদের সবার এখনকার কাজ মূলত এই ওয়েবসাইটটি ছড়িয়ে দেয়া। সব হাসপাতালের ভলান্টিয়ারই আমাদের আপডেটেড খবর জানাবে যে আইসিইউ আছে কিনা। এভাবেই আমরা এই কাজটা করবো। কাজেই আপনি যদি ভলান্টিয়ার হয়ে, তথ্য দিয়ে সাহায্য করতে পারেন, তাহলে আমরা আরো দ্রুত এগিয়ে নিতে পারি কাজটিকে। বা ডাক্তার বন্ধুরা বা যারাই আছেন তাদেরকে এই বিষয়টি জানিয়ে দেন, কাজটা তাহলে গতি পাবে।'
চলুন না, তথ্য দিয়ে এবং তথ্য নিয়ে একে অপরকে সাহায্য করি। নিজে উপকৃত হই এবং সকলের সাহায্যে এগিয়ে আসি!
ওয়েবসাইটটির লিংক- icufinder.web.app
(এই লেখাটি শেয়ার করলে আপনার আমারই উপকার, শেয়ার করবেন সম্ভব হলে)