কবে আমরা জাপানিদের মতো নিজেদের দেশটাকে আগলে রাখব?
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
আমরা যেমন আমাদের নিজেদের ঘরবাড়ি পরিষ্কার রাখি, বাসায় নির্দিষ্ট স্থানেই কেবল ময়লা ফেলি, এরা বোধহয় পুরো দেশটাকেই নিজের বাড়ি মনে করে। আমরা কবে জাপানিদের মতো একটু সচেতন হবো?
জাপানের শৃঙ্খলা ও উৎকৃষ্ট আচরণের অন্যতম উদাহরণ তাদের ময়লা ব্যবস্থাপনা। শপিংমল, রাস্তা, সমুদ্র উপকূল, যানবাহন কোথায় কেউ এক টুকরো ময়লা পাবেন না। জাপানীজরা পোষ্যপ্রাণী নিয়ে বের হলেও রাস্তায় তারা নোংরা করছে এমন দেখবেন না। এমনকি গহীন জঙ্গলের রাস্তাতেও পাতার দেখা মেলে না, নিজ চোখে দেখার অভিজ্ঞতা থেকে বলছি।
ময়লা পরিষ্কার কর্মীরা ইউনিফর্ম পরে থাকেন। তারা আপনাকে হেসে শুভেচ্ছা জানাবে, শুভ সকাল বলবে সকালে দেখা হলে। ডাস্টবিনের ময়লা দুর্গন্ধ আপনাকে কল্পনাও করতে দিবে না জাপান সরকার! জাপানের ময়লা ব্যবস্থাপনা এতটাই চমকপ্রদ! নিজেদের দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে নিয়মগুলো তারা মেনে চলে-
১. জাপানে নির্দিষ্ট স্থান ব্যতীত কোথাও ময়লা ফেলা হয় না। এটা একই সাথে নিয়ম এবং আইন। আইন ভঙ্গে ধরা পড়লে জরিমানা।
২. পচনশীল দ্রব্য ফেলার জন্যে সপ্তাহে নির্দিষ্ট দুই দিন এবং বিশেষ ময়লা ফেলার ব্যাগে ফেলতে হবে।
৩. ক্যান, প্লাস্টিক, কাঁচ, ধারালো সামগ্রীর জন্যে মাসে নির্ধারিত একদিন, কেবলমাত্র ওই দিন ফেলতে পারবেন।
৪. ফ্রীজ, ওভেন, ওয়াশিং মেশিন জাতীয় দ্রব্য ফেলতে যোগাযোগ করতে হয় বিশেষ কর্তৃপক্ষের সাথে।
৫. কিছু দূর পরপরই ময়লা ফেলার জন্যে তিন রকম ডাস্টবক্স (পচনশীল, ক্যান ও প্লাস্টিক)।
৬. ডে কেয়ার সেন্টারে ছোট বাচ্চাদের শিখিয়ে দেয়া হয় ময়লা ফেলার নিয়ম এবং সারাজীবন তারা তা মেনে চলে।
৭. বিদেশিদের মেইল দেয়া হয়, বা জানানো হয় ময়লা ফেলার নিয়ম।
৮.কোন উৎসবে ব্যবস্থা রাখে অতিরিক্ত মানুষের ময়লা সংগ্রহে। যেমনঃ স্বেচ্ছাকর্মী থাকে, আপনাকে হেসে বিনীতভাবে ময়লা ফেলার ব্যাগ দিয়ে অনুরোধ করবে ব্যবহার করতে।
আমরা যেমন আমাদের নিজেদের ঘরবাড়ি পরিষ্কার রাখি, বাসায় নির্দিষ্ট স্থানেই কেবল ময়লা ফেলি, এরা বোধহয় পুরো দেশটাকেই নিজের বাড়ি মনে করে। কবে আমরা জাপানিদের মতো নিজেদের দেশটাকে আগলে রাখব?
লেখক- নাফিসা ইসলাম, লিখেছেন জাপান থেকে
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন