এবারের ভ্যালেন্টাইন গেটঅ্যাওয়ে প্যাকেজটি সেই সকল কাপল এবং পরিবারের জন্য যারা সেই যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে নিজেকে একটু মুক্ত করে একটু উৎসবের আমেজে নিজেকে ছড়িয়ে দিতে চায়...

গো যায়ান এবং সারাহ রিসোর্ট যৌথ ভাবে আয়োজন করেছে বিশেষ 'ভ্যালেন্টাইন গেটঅ্যাওয়ে'। ফেব্রুয়ারির ১২ তারিখ শুক্রবার, ১৩ তারিখ পহেলা ফাল্গুন এবং ১৪ তারিখ ভালবাসা দিবসকে সামনে রেখে এই ৩ দিনের যেকোনো দিনে প্রিয়জন কিংবা পরিবার নিয়ে  সারাহ রিসোর্টে থাকা যাবে স্পেশাল ফুল বোর্ড প্যাকেজে।  

এই ব্যাপারে গো যায়ান এর চিফ মার্কেটিং অফিসার ইমামুল ইসলাম বলেন ''আমাদের ভ্যালেন্টাইন গেটঅ্যাওয়ে প্যাকেজটি শুধুমাত্র কাপলদের জন্য নয়, পরিবার এবং সদস্যদের কথা চিন্তা করেও তৈরি করা হয়েছে যেন ফেব্রুয়ারির এই উৎসবমুখর সপ্তাহে সবাই একই সাথে পহেলা ফাল্গুন এবং ভালবাসা দিবসটি উদযাপন করতে পারে।''

সারাহ রিসোর্টের মাড হাউজ, রাজা ভিউ টাওয়ার, ওয়াটার লজ এবং প্রিমিয়াম ভিলার যে কোন রুমের সাথেই এই স্পেশাল প্যাকেজগুলো উপভোগ করা যাবে। প্রতিটি প্যাকেজের সাথেই থাকবে দুজনের জন্য ব্রেকফাস্ট, বুফে লাঞ্চ ও বুফে ডিনার। 

এছাড়া ভালোবাসা দিবসে প্রিয়জনের সাথে ক্যান্ডেল লাইট ডিনারের প্যাকেজও বেঁছে নেয়া যাবে। অফারের আওতায় এ তিন দিনই সারাহ রিসোর্টের সকল সুযোগ সুবিধা ছাড়াও অথিতিদের জন্য থাকবে লাইভ মিউজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও নানা আয়োজন। 

দুইজনের জন্য সাজানো এই প্যাকেজে কাপলরা চাইলে তাদের পাঁচ বছরের ছোট সন্তানকে সাথে নিয়ে প্যাকেজটি উপভোগ করতে পারবে কোন অতিরিক্ত খরচ ছাড়াই। 

গো যায়ানের চিফ এক্সিকিউটিভ অফিসার রিদওয়ান হাফিজ এই ব্যাপারে বলেন 'প্রতিদিনের যান্ত্রিক জীবনের এই ব্যস্ততার সাথে আমাদের সবাইকে কম বেশি মানিয়ে নিতে হয় । তাই এবারের ভ্যালেন্টাইন গেটঅ্যাওয়ে প্যাকেজটি সেই সকল কাপল এবং পরিবারের জন্য যারা সেই যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে নিজেকে একটু মুক্ত করে একটু উৎসবের আমেজে নিজেকে ছড়িয়ে দিতে চায়।' 

গো যায়ান এর স্পেশাল প্যাকেজগুলো শুরু হচ্ছে মাত্র ১৭,৫০০ টাকা থেকে যেখানে ফ্ল্যাট ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে ব্র্যাক, সিটি অ্যামেক্স, ই বি এল ও স্ট্যান্ডার্ড চার্টার্ডকার্ড ব্যবহার করলে। 

প্যাকেজগুলোর বিস্তারিত দেখা কিংবা বুক করা যাবে www.gozayaan.com/valentine এই লিংকে। 

কিংবা আরও প্রশ্ন থাকলে কল করা যাবে ০৯৬৭৮৩৩২২১১ নম্বরে। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা