স্বার্থপর অমানুষদের ভীড়ে একজন মানুষের গল্প বলে যাই
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

আমি এই হকার ব্যক্তিকে মন থেকে শ্রদ্ধা জানাই। আমাদের মতো তথাকথিত শিক্ষিতদের নতুন করে মানবতার শিক্ষা দিলেন উনি।
চারিদিকে স্বার্থপর মানুষ দেখতে দেখতে যখন তিক্ত হয়ে যাই, তখনই কিছু ভালো মানুষের দেখা পাই, যাদের কারণে পৃথিবীটাকে এখনও বাসযোগ্য বলে মনে হয়। এমনই একজন হকারের দেখা মিললো গুলশান-১ এর রাস্তায়। লোকটি মাত্র ২০ টাকার বিনিময়ে মাস্ক বিক্রি করছে, আর জনপ্রতি একটার বেশি মাস্ক বিক্রি করছে না। করোনাভাইরাস যদি কেউ ঠেকাতে পারে, তাহলে এই মানুষগুলোই পারবে।
দেশে একটা মরণঘাতী রোগের প্রাদুর্ভাব হয়েছে। কোথায় আমরা সবাই সম্মিলিতভাবে প্রতিরোধ করবো, তা না করে সবাই যার যার নিজের স্বার্থ নিয়ে ভাবছি। চীনের সাধারণ মানুষ একতাবদ্ধ হয়ে করোনার বিরুদ্ধে লড়ছে। ভিয়েতনামের মানুষ সম্মিলিত প্রচেষ্টায় রুখে দিয়েছে করোনাকে, সেখানে আক্রান্ত রোগীরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, কেউ মারা যায়নি। বিশ্বের বিভিন্ন দেশে মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি পণ্য ফ্রি-তে দেওয়া হচ্ছে। আর আমরা কি করছি?
একদল ব্যবসায়ী অতি মূনাফার আশায় এসব মজুদ করে সাধারণ মানুষকে করছে জিম্মি! ২০ টাকার জিনিস ১০০ টাকায় কিনতে বাধ্য করছে! আরেকদল স্বার্থপরের প্যানিক অ্যাটাক হয়েছে! এরা স্যানিটাইজার কিনে ঘর ভর্তি করে রাখতেছে। পৃথিবীতে সে একাই বেঁচে থাকবে, আর কেউ না বাঁচলেও সমস্যা নাই!

আপনি কি মনে করেন ১০-১২টা স্যানিটাইজার কিনেছেন বলে করোনা থেকে বেঁচে যাবেন? আপনার স্বার্থপরতার কারণে আপনার আশে পাশের ১০-১২জন স্যানিটাইজার কিনতে পারেনি, সেই খবর রেখেছেন? এরা সবাই যদি করোনায় আক্রান্ত হয়ে যায়, তাহলে স্যানিটাইজার দিয়ে গোসল করলেও আপনি বাঁচতে পারবেন না! মনে রাখবেন, সংক্রমক রোগগুলো প্রতিহত করতে হয় সম্মিলিত প্রচেষ্টায়, একজনের চেষ্টায় কিছুই হয় না!
যাই হোক, আমি এই হকার ব্যক্তিকে মন থেকে শ্রদ্ধা জানাই। আমাদের মতো তথাকথিত শিক্ষিতদের নতুন করে মানবতার শিক্ষা দিলেন উনি। ছবিটা তুলেছে আমার প্রাক্তন সহকর্মী লুবজানা আফরিন। তাকেও অনেক ধন্যবাদ মানুষটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
ছবি কৃতজ্ঞতা- লুবজানা আফরিন।