কয়েকদিন আগে বাংলামোটরে অভিযান চালিয়ে অসংখ্য মাস্ক ও করোনা টেস্ট কিট জব্দের ঘটনার জন্য পুলিশকে অভিনন্দন জানিয়েছিলাম। দুঃখজনকভাবে আজকে এটা করতে পারছি না...

Shariat Rahman: একাত্তর টিভির একটা খবর ভাইরাল হয়েছে ফেসবুকে। আমি পুরা রিপোর্টটি দেখেছি। উত্তরার একটা কোম্পানির গোডাউনে (বাসায়) র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত আজ অভিযান চালিয়ে অসংখ্য নকল N95 মাস্ক উদ্ধার করেছে। র‍্যাবের নামকরা ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমসহ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন।

আগেই বলে নিচ্ছি, কয়েকদিন আগে বাংলামোটরের ABC কর্পোরেশনে অভিযান চালিয়ে অসংখ্য মাস্ক ও করোনা টেস্ট কিট জব্দের ঘটনার জন্য পুলিশকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছিলাম। দুঃখজনকভাবে আজকে এটা করতে পারছি না নিম্নোক্ত কারণে।

১. প্যাকেটের গায়ে স্পষ্ট লেখা ছিল KN95. আমি কয়েকদিন ধরেই লেখালেখি করেছি যে, KN95 হলো N95 এর সমতুল্য। স্বয়ং FDA KN95 মাস্ক উৎপাদনকারক কোম্পানির একটা অনুমোদনের লিস্ট দিয়েছে। তাহলে সেগুলোকে নকল N95 মাস্ক বলার কারণ কী? জব্দ হওয়া প্রতিষ্ঠানের মালিক কি কোথাও দাবি করেছে যে, এগুলো N95?

র‍্যাবের অভিযান, পুরনো ছবি

২. 3M কোম্পানি নিজেও চায়নায় মাস্ক তৈরি করে KN95 মডেল নামে ছেড়েছে। আমি নিজেও দুদিন আগে বিক্রি করেছি। এমনকি 3M চায়নার ফ্যাক্টরিতেও N95 মাস্ক তৈরি করার পরে আমেরিকাতে পাঠায়। সেজন্য চীনে কোনো N95 মাস্ক তৈরি হয় না, এই ভুল তথ্য ম্যাজিস্ট্রেট সাহেবকে কে দিয়েছে?

আমি পিপিই পণ্যের সাথে শুরু থেকেই ওতোপ্রোতোভাবে জড়িত থাকায় খুব ভাল করেই একটা বিষয় জানি যে, গুটিকয়েক আমদানিকারক ভাল মানের মাস্ক এনে স্টক করছে। সেজন্য আমি একটা ব্র‍্যান্ডের মার্কেটিং করে ১-২শ পিস বিক্রির পরেই শুনি, স্টক আউট। আমি সরকারের নীতিনির্ধারক হলে এসব মজুদকারীদেরকে ধরতাম। আর এসব মজুতদারকে ধরা ডালভাত, কারণ এয়ারপোর্টের কাস্টমসে হিসাব থাকে, কে কী পণ্য আমদানি করেছে এই ভ্রাম্যমাণ আদালত ভুল স্টাইলে রেইড মেরেছে। জব্দকারী প্রতিষ্ঠানের পণ্যকে নকল মাস্ক আখ্যায়িত না দিয়ে সেগুলো মেডিকেল গ্রেডের কিনা ও অস্বাভাবিক  বেশি দামে বিক্রি করছে কিনা, সেটার জিজ্ঞাসাবাদ করতে পারত। নইলে অসংখ্য আমদানিকারক এখন ভয় পেয়ে কাল থেকে মাস্ক মার্কেটে ছাড়বে না। ভাল মাস্কের সংকটে করোনায় আক্রান্ত হবে অসংখ্য ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা।

কথা বলুন নিঃসংকোচে

প্রিয় পাঠক, করোনার এই দিনগুলিতে নানাবিধ সমস্যায় জর্জরিত হতেই পারেন আপনি। সেটা হতে পারে অর্থনৈতিক, মানসিক- বা অন্য কিছু। আপনার সমস্যার কথা জানান আমাদের, আমরা চেষ্টা করব সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে অবহিত করার, যাতে বেরিয়ে আসে সমাধানের পথ।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা