গতকাল হয়ে যাওয়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কী কী শুনতে পেলাম আমরা?

ইনারা কেউ কৌতুক অভিনেতা নন। এগুলো কোনো কৌতুক নয়। সদ্য সমাপ্ত নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের বাণীসমূহ দেখলে দুনিয়ার বাঘা বাঘা কমেডিয়ানদের কথাতেও আর হাসি আসবে না। বর্তমানে যেহেতু কমেডিয়ানরা দুর্দান্ত পলিটিকাল স্টেটমেন্ট দিচ্ছে, তাই পলিটিশিয়ানেরা পিছিয়ে থাকবে কেন? তাই তারাও কমেডি করা শুরু করেছে!

ঘরে বসে ফেসবুক ব্যবহার করেছেন দেখে ভোটকেন্দ্রে যাননি অনেকে - ইসি সচিব মোহাম্মদ আলমগীর
ইয়াং জেনারেশন একটু দেরিতে ঘুম থেকে ওঠে বলে ভোটার কম - রিটার্নিং অফিসার আবুল কাসেম
গত ১০০ বছরেও এমন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়নি - আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ
যারা ভোট দিতে যাননি, বাসায় কোরমা পোলাও খাচ্ছেন - পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
কম ভোটারের উপস্থিতি প্রমাণ করে দেশ উন্নয়নের দিকে যাচ্ছে - মেয়র আতিক

 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা