গতকাল হয়ে যাওয়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কী কী শুনতে পেলাম আমরা?
ইনারা কেউ কৌতুক অভিনেতা নন। এগুলো কোনো কৌতুক নয়। সদ্য সমাপ্ত নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের বাণীসমূহ দেখলে দুনিয়ার বাঘা বাঘা কমেডিয়ানদের কথাতেও আর হাসি আসবে না। বর্তমানে যেহেতু কমেডিয়ানরা দুর্দান্ত পলিটিকাল স্টেটমেন্ট দিচ্ছে, তাই পলিটিশিয়ানেরা পিছিয়ে থাকবে কেন? তাই তারাও কমেডি করা শুরু করেছে!