ডেক্সামিথাসোনের স্টক আউট হওয়া ও আমাদের অদ্ভুত হিপোক্রেসি
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
বিবিসির খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই নাকি বাজার থেকে ডেক্সামিথাসোন স্টক আউট। হাসবো, না কাঁদবো বুঝতে পারছি না। এই যে গ্রামের লোকদের থানকুনি পাতা নিয়ে গালি দিলেন, কথায় কথায় সরকার বা একে ওকে দোষ দেই, এই আমরা এমন কেন বলেন তো?
শোনেন ভাইয়েরা। ডেক্সামিথাসোন শুধু সঙ্কটাপন্ন কোভিড রোগীদের জন্য। এটা ভিটামিন না যে ইচ্ছে করলো আর খেলাম। এই যে আপনারা স্টক করলেন, এখন তো প্রয়োজনে অন্যরা ঔষুধটা নাও পেতে পারে। কেন তাহলে স্টক করলেন?
আচ্ছা বলেন তো, সুযোগ পেলেই লেবু-কমলা-সিভিট-পিয়াজ থেকে শুরু করে মাস্ক-অক্সিজেন সিলিন্ডারের দাম কেন বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা? আর সাধারণ নাগরিকরাও হামলে পড়ে কেন কিনে? আর কবে বন্ধ হবে এই সংস্কৃতি?
আপনারা যারা এগুলো করেন কথাগুলো তাদের বলছি। কারণ আমার বলার অধিকার আছে। শোনেন জিনিষপত্র কিনে যেন কখনো রাখার ইচ্ছেটাও না হয়, সে কারণে আমার নিজের বাসায় একটা ডিপ ফ্রিজও নেই। অথচ একটা-দুটো ডিপ ফ্রিজ কেনার সামর্থ্য আামার আছে। কিন্তু ছোট্ট একটা ফ্রিজ দিয়ে চলি।
খুব বড় গলায় বলতে পারি, এই জীবনে কোনদিন কোন কিছু মজুদ করিনি। যে জিনিষের দাম বাড়ে সেটা কিনি না। পেঁয়াজের দাম যখন বাড়তি পুরো তিন মাসে এক কেজি পেঁয়াজ কিনেছি। একজোড়া স্যান্ডেল না ছিড়লে আরেকটা কিনি না।
না কেউ বলতে পারবেন না মানুষের জন্য আমি খরচ করি না। বরং আমার এই ৩৭ বছরের জীবনে নিজে আয় করে নিজের জন্য বা পরিবারের জন্য যতোটা খরচ করেছি, তার চেয়ে একশগুন বেশি করেছি মানুষের জন্য। এমন কেউ বলতে পারবে না কারও বিপদে নিজের সবটা দিয়ে পাশে দাঁড়াইনি। কিন্তু বিপদের সময় আমার কাছ থেকে ধার নিয়েছেন সেই টাকাটাও পাইনি।
না আমার কোন অভিযোগ নেই। শুধু আপনাদের এই জাতির বেশিরভাগ মানুষকে, বিশেষ করে শিক্ষিত মানুষকে যারা এসব করেন তাদের ওপর আমার ভীষন রাগ হয়। ভীষণ। কেন এই মজুদের সংস্কৃতি? কেন সবসময় নিজেরটা নিয়ে ভাবনা? কেন? মানুষের প্রতি, দেশের প্রতি কোন দায় নেই? সব দায় আমার মতো বোকা মানুষদের?
একদিকে কিছু লোক লুট করবে, আরেকদল মজুদ করবে, আরেকদল নিয়ম মানবে না, এসবের বলি কেন আমাদের হতে হবে? আমি তো কোনদিন একটা টাকা অসৎভাবে আয় করিনি। কোনদিন কোন অনিয়ম করিনি। নিয়ম ভাঙিনি। এক টাকা কর ফাঁকি দেইনি। তাহলে কেন একটা সুন্দর দেশ পাওয়ার অধিকার আমার থাকবে না?
শোনেন ভাই-বোনেরা। এই দেশটা খুব ছোট। এখানে সবাই সবাইকে চেনে। কে ঘুষ খায়, কারা ধান্দা করে টাকা কামায়- সবাই সব জানে। কিন্তু দেশটাতে সুশাসন নেই বলে এই অসৎ মানুষরাই ক্ষমতাশালী।
আচ্ছা বলেন তো সব ছেড়ে শুধু এই দেশে থাকতে চাই, একটা সুন্দর দেশ দেখতে চাই সেটা কি আমার বা আমাদের মতো মানুষগুলোর জন্য অন্যায়? সারাজীবন দেশ আর দেশের মানুষের কথা ভাবা অন্যায়? বলেন তো আর কতো কাঁদতে হবে এই দেশটার জন্য? বলেন তো আর কতো কষ্ট করতে হবে আমাদের? বলেন তো আর কবে একটা সুন্দর দেশ পাবো আমরা?
আমার আর কিছু বলার নেই। ভালো থাকেন আপনারা। দোয়া করি আল্লাহ আপনাদের বোধ দিক। দেশটা মানুষের হোক। সত্যিকারের মানুষের।