কোন একটি সিনেমা হলে এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘসময় ধরে চলা হিন্দি সিনেমা হচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। মুম্বাইয়ের মারাঠা মন্দিরে গত ২৫ বছর ধরে রানিং, এখনও চলছে। বিরল রেকর্ড এটি!

২৫ বছর আগে আজকের দিনে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বাকিটা ইতিহাস। ইতিহাসের পেছনে আর সামনেও কিছু ঘটনা থাকে। চলেন জানার চেষ্টা করি। 

১। ইহা প্রথম ইন্ডিয়ান সিনেমা যা ডলবি সাউন্ড মিক্সে রিলিজ হয়েছিল। 

২। কোন একটি সিনেমা হলে(মারাঠা মণ্ডির) এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘসময় ধরে চলা হিন্দি সিনেমা। ১২০০+ সপ্তাহ রানিং। এখনও চলছে। বিরল রেকর্ড। 

৩। ২০১৫ সালে একবার বলা হয়েছিল এই সিনেমা আর চালানো হবে না। কারণ? দর্শক ছিল সেদিন খুব কম। ১০০০ সিটের মারাঠা মন্দির সিনেমা হলে সেদিন এই সিনেমার দর্শক ছিল মাত্র(!) ২১০ জন। (এতবছর পরেও) পরে ফ্যানদের প্রেশারে আবারও চালু করা হয় আর এই সিনেমা এখনও চলছে।

৪। O Potchi, O Koka, O Bobi, O Lola- অনুপম খের আর শাহরুখ সিনেমাতে এই লাইনগুলো বলেন, যার কোন অর্থ নাই আর দুইজনে মিলে শুটিং সেটে ইনস্ট্যান্টলি এগুলো বানিয়েছিলেন! 

শাহরুখ-অনুপমের কেমিস্ট্রিও দারুণ জমে গিয়েছিল সিনেমায়

৫। Steven Schneider এর লেখা 1001 Movies You Must See Before You Die বইতে মাত্র তিনটি হিন্দি সিনেমার নাম আছে, তার মাঝে এটা একটা। বাকি দুটো হল- মাদার ইন্ডিয়া ও দিওয়ার।

৬। সিনেমা মুক্তির পর হলে প্রচুর দর্শক আসা শুরু করে। দর্শকের চাপ একটা সময় এতটাই বেড়ে গিয়েছিল যে, আলাদা চেয়ার হলের ভেতরে এনে দর্শকদের বসানো হয়। এরপরেও দর্শকের চাপ সামলানো যাচ্ছিল না দেখে পুলিশ এসে লাঠিচার্জও করে সিনেমা হলে। 

৭। শাহরুখ খানের ক্যারেক্টার প্রথমে করার কথা ছিল টম ক্রুজের। আদিত্য চোপড়া প্রথমে আমেরিকান আর একজন ইন্ডিয়ানের প্রেমকাহিনি বানাতে চেয়েছিলেন। বাবা যশ চোপড়া সেটা করতে মানা করেন। এরপরে সাইফ আলী খানকে অফার করলে তিনি এই রোলটি নাকচ করে দেন। শাহরুখ খান স্ক্রিপ্টটি প্রায় না করেই দিচ্ছিলেন, শেষমেশ আদিত্য চোপড়ার অনেক অনুরোধে রাজি হন রাজের ক্যারেক্টার করতে।

অথচ এই সিনেমায় শাহরুখ প্রথম বা দ্বিতীয় পছন্দও ছিলেন না!

৮। সিনেমার একটি দৃশ্যে অনুপম খের শাহরুখকে নিজের পূর্বপুরুষদের পড়াশোনার বাজে ইতিহাসের কথা বলেন। আসলে, সেগুলো ছিল অনুপমের আসল বাবা আর দাদাদের ইতিহাস। আর তারা আসলেই পড়াশুনাতে খারাপ ছিলেন। 

৯। ৬ মাস পর পর এখনও শাহরুখ-কাজল সময় পেলেই মারাঠা মন্দিরে যান, দর্শকদের সাথে এই সিনেমাটি দেখেন আর তাদের সাথে ভাব বিনিময় করেন। 

১০। রাজ আর সিমরানের প্রেমের সত্যতা জানার পর অমরেশ পুরি শাহরুখ খানকে টানা কয়টা চড় মারেন? উত্তর- ৮ টি। 

*

প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা