আতঙ্ক আর হাহাকার ভরা এইসব দিনরাত্রি শেষ হবে একদিন, তারপর?
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
সব পার হয়ে যে কাল অপেক্ষা করছে আমাদের জন্য, সেটি স্বাভাবিক থাকবে কি?
এই আতঙ্ক, হাহাকার, রুদ্ধশ্বাস এইসব দিনরাত্রি একদিন শেষ হবে। আজ হোক বা কাল, করোনাভাইরাসের ভ্যাকসিন, প্রতিষেধক বের হবে অবশ্যই। তবে ততদিনে চারপাশের অনেকে থাকবে না, অনেক কিছুই বদলে যাবে। গোটা দুনিয়াও কি বদলে যাবে না?
কেবলই মনে হচ্ছে, সবকিছু আর কখনোই আগের মতো হবে না। নাইন-ইলেভেনের অ্যাটাকের পর যেমন বদলে গেছে নিরাপত্তা নিয়ে গোটা দুনিয়ার বাস্তবতা। এই যে এয়ারপোর্টে, সীমান্তে, ঘরে-বাইরে নানা জায়গায় সিকিউরিটি চেকিং, কড়াকড়ি, সবকিছুর জন্ম নাইন-ইলেভেন থেকে। ভয়, শঙ্কা, সন্দেহের পৃথিবী। নাইন-ইলেভেনের আগের আর পরের বিশ্বের বাস্তবতা আলাদা করা যায় স্পষ্টভাবে। তেমনি করোনা পূর্ব আর পরবর্তী যুগের আঁচ আমরা অনুভব করব প্রতি পদক্ষেপে।
ইতালি আর আগের মতো থাকবে না। স্পেন থাকবে না। ইংল্যান্ড থাকবে না। ইউরোপ থাকবে না। গোটা বিশ্ব আগের মতো থাকবে না। সব বদলে যাবে। আমাদের ভাগ্যে কী আছে, জানি না। এক সপ্তাহ, এক মাস, দুই মাস পর এই শহর, এই দেশ কেমন থাকবে জানি না, তবে এই দুনিয়া আগের মতো আর থাকবে না।
এই ক্রান্তিকাল পার হলেও, যে কাল আমাদের অপেক্ষায়, সেই সকালে সবকিছু পুরো স্বাভাবিক হবে না। অদৃশ্য অস্বস্তি আমাদের তাড়া করবে সবসময়। আমরা আগের মতো থাকব না, আমাদের চেনা পৃথিবী অন্যরকম হয়ে যাবে..কিংবা হয়ে গেছে!