আল্লাহর চেয়ে ইসলামের বড় জিম্মাদার হয়ে অবিবেচকের মত কাজ করে পরবর্তী প্রজন্মের সামনে ইসলামকে একটা একরোখা গোড়া অবিবেচক অন্ধ ধর্ম হিসেবে দাঁড় করিয়ে দিয়ে কবরে যাবেন না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিন্তু!

যে আল্লাহ সামান্য ট্রাভেলিং করে ৪০ মাইল দূরে গেলেই ফরজ নামায অর্ধেক করে দিতে পেরেছেন (কসর), আর সুন্নত মওকুফ করতে পেরেছেন, সেই আল্লাহ বৈশ্বিক মহামারির কারণে জুম্মার নামায মসজিদে না পড়ে বাসায় জামায়াতের সাথে যোহর হিসাবে আদায় করলে আপনাকে পাকড়াও করবেন? আপনার ইসলাম নষ্ট হবে এই কাজ করলে? আল্লাহকে আপনার এত বড় অবিবেচক মনে হয়?

যে আল্লাহ সামান্য সর্দি কাশি আর ঠাণ্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ মোতাবেক ওযুর বদলে তায়াম্মুমের মতো সহজ সমাধান দিয়েছেন, সেই আল্লাহ লাখ লাখ ডাক্তারের পরামর্শ থাকার পরেও বৈশ্বিক মহামারির কারণে জুম্মার নামায মসজিদে না পড়ে বাসায় জামায়াতের সাথে যোহর হিসাবে আদায় করলে আপনাকে পাকড়াও করবেন? আপনার ইসলাম নষ্ট হবে এই কাজ করলে? আল্লাহকে আপনার এত বড় অবিবেচক মনে হয়?

যে আল্লাহ সফরের সময় প্রয়োজনে দুই ওয়াক্তের নামায একসাথে আদায়ের সুন্দর ও সহজ বিধান পর্যন্ত দিয়ে দিয়েছেন, সেই আল্লাহ বৈশ্বিক মহামারির কারণে জুম্মার নামায মসজিদে না পড়ে বাসায় জামায়াতের সাথে যোহর হিসাবে আদায় করলে আপনাকে পাকড়াও করবেন? আপনার ইসলাম নষ্ট হবে এই কাজ করলে? আল্লাহকে আপনার এত বড় অবিবেচক মনে হয়?

যে আল্লাহ সফরের ক্লান্তিতে যেন বান্দা কষ্ট না পায় সেজন্য সফরের দিন রোজা মওকুফ পর্যন্ত করে দিয়েছেন, সেই আল্লাহ বৈশ্বিক মহামারির কারণে জুম্মার নামায মসজিদে না পড়ে বাসায় জামায়াতের সাথে যোহর হিসাবে আদায় করলে আপনাকে পাকড়াও করবেন? আপনার ইসলাম নষ্ট হবে এই কাজ করলে? আল্লাহকে আপনার এত বড় অবিবেচক মনে হয়?

ইউএনবি ফাইল ছবি

শুনেন, আল্লাহ তায়ালা অবিবেচক না। আল্লাহ তায়ালা রহমানুর রহীম পরম দয়ালু। আল্লাহর চেয়ে ইসলামের বড় জিম্মাদার হয়ে অবিবেচকের মত কাজ করে পরবর্তী প্রজন্মের সামনে ইসলামকে একটা একরোখা গোড়া অবিবেচক অন্ধ ধর্ম হিসেবে দাঁড় করিয়ে দিয়ে কবরে যাবেন না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিন্তু!

হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ জানেন তো? এই যে লাখ লাখ ডাক্তার, সায়েন্টিস্ট, রিসার্চার, ইসলামী স্কলার এদের সবার সাবধানতা তোয়াক্কা না করে কোটি কোটি মানুষের এই দেশটাকে অবিবেচকের মত বিপদে ফেলে ইসলাম বাঁচাইতে দৌড়াচ্ছেন, মনে রাখবেন, এতে যে বান্দার হক আপনি নষ্ট করলেন, তার উত্তরও আল্লাহকে দিতে হবে।

হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো আল্লাহ!


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা