বাংলাদেশে ৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। আজ রবিবার আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা এ ঘোষণা দেন।

তিনজনের শরীরে নভেল করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদের বয়স বিশ থেকে পয়ত্রিশ বছরের মধ্যে। এদের মধ্যে দুজন সম্প্রতি ইতালি থেকে এসেছেন। তাদের কাছে থেকে আবার একজন করোনায় আক্রান্ত হয়েছেন। 

ইতালি থেকে আসা দুই ব্যক্তি ভিন্ন পরিবারের সদস্য। তবে তাদের নমুনা সংগ্রহের সময় দুই পরিবারের আরো চারজনের নমুনা সংগ্রহ করা হয়। সেব্রিনা জানান, "চারজনের মধ্যে একজনের পরিবারের একজন নারী সদস্যের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। বাকি তিনজন নেগেটিভ।" তবে আক্রান্তরা এখন কোন হাসপাতালে চিকিৎসাধীন, সেটি জানানো হয়নি। আক্রান্ত ব্যক্তিরা বাদে আরো তিনজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সেব্রিনা সাধারণ মানুষকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। এজন্য বাড়িতে থাকা পরামর্শ দিয়েছেন। করণীয় হিসেবে সাবান পানি দিয়ে হাত ধোয়া ও কাশি শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনার আরও তিনটি বক্তব্য উল্লেখযোগ্য-

১. বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি।

২. করোনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে। আইসোলেশেন ইউনিট করা হয়েছে।

৩. আক্রান্ত রোগী ও রোগীকে যিনি সেবা দিবেন, তারা মাস্ক পরবেন। সবার পড়ার প্রয়োজন নাই।

তথ্যসূত্র: বিবিসি ও প্রথম আলো


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা