আইইডিসিআর জানিয়েছে, বাংলাদেশে তিন জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে, এদের মধ্যে দুজন সম্প্রতি ইতালী থেকে দেশে ফিরেছেন। জীবানুটাও তারা ইতালী থেকে এনেছেন বলেই ধারণা করা হচ্ছে।

বিনা মেঘে বজ্রপাত অবশ্যই নয়, অপেক্ষা তো ছিলই। সকালেই খবর এসেছে, করোনাভাইরাস ছড়িয়েছে একশোটি দেশে, অর্থাৎ কমপক্ষে একশো দেশে করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। বাংলাদেশ এই তালিকার বাইরে ছিল ঘন্টাখানেক আগেও, তবে একশো এক নম্বর দেশ হিসেবে করোনার লিস্টে নাম লেখা হয়ে গেল আমাদের। আইইডিসিআর জানিয়েছে, বাংলাদেশে তিন জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে, এদের মধ্যে দুজন সম্প্রতি ইতালী থেকে দেশে ফিরেছেন। জীবানুটাও তারা ইতালী থেকে এনেছেন বলেই ধারণা করা হচ্ছে।

আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা নিশ্চিত করেছেন, আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তবে তিনি এটাও বলেছেন, এটা মহামারীর আকারে যাওয়ার কোন সম্ভাবনা এখনও তৈরী হয়নি, অযথা ভয় পাওয়ার কিছু নেই। স্কুল-কলেজ বা অফিস-আদালত বন্ধ করে দেয়ার মতো পরিস্থিতিও আসেনি এখনও। এমনকি প্রত্যেকের মাস্ক পরে ঘুরে বেড়ানোর কোন দরকারও দেখছেন না তিনি। সবাইকে আশ্বস্ত করে তিনি বলেছেন, ‘করোনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে। আইসোলেশেন ইউনিট করা হয়েছে।’

চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বজুড়েই। আমেরিকা-ইউরোপ, এমনকি ইরান বা ভারতেও প্রকোপ ছড়িয়েছে এই ভাইরাস। এক লক্ষের বেশি মানুষ এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে, মারা গেছে তিন হাজারের বেশি মানুষ। সংখ্যাটা বাড়ছে ঘড়ির কাঁটার সাথে সাথে। প্রতিষেধক আবিস্কারের চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা, কিন্ত এখনও অন্ধকারে তারা, পাওয়া যাচ্ছে না কোন আলোর দিশা।

করোনাভাইরাস চলে এসেছে বাংলাদেশেও

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশের উৎকণ্ঠিত হবার যথেষ্ট কারণ আছে, তবুও জনমানসে সেটার প্রভাবটা টের পাওয়া যাচ্ছিল না। অনেকের আচরণ দেখে তো মনে হচ্ছিল, বাংলাদেশে বুঝি করোনা আসার কোন সম্ভাবনাই নেই। চীনের উহান থেকে ফেরত আসা ৩১৬ জনের দলটার মাঝেও কারো মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এখন দেশেই করোনায় আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে, প্রাণঘাতি এই ভাইরাসটা চলে এসেছে বাংলাদেশেও।

ভয় পাবেন না, প্যানিক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না একদমই। করোনায় আক্রান্ত হলেই আপনি মারা যাবেন, এরকম কোন কথা নেই। সাবধান থাকুন, নিজেকে নিরাপদে রাখুন, সাবধানতাই পারে আপনার জীবনকে বাঁচাতে, আপনার আশেপাশের মানুষগুলোকে নিরাপত্তা দিতে। চিকিৎসকদের দেয়া নির্দেশনা মেনে চলুন, থাকুন পরিস্কার-পরিচ্ছন্ন। করোনার সাথে এই লড়াইতে আপনি হারবেন না, এটা নিশ্চিত করতে হবে আপনাকেই…


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা