গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন, মোট মৃতের সংখ্যা ১২৭ জন।
দেশে করোনায় সংক্রমণের সংখ্যাটা চারশোর নিচে নামছেই না। গত ২৪ ঘন্টায়ও নতুন করে ৪১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।
এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪১৮৬ জনে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন, মোট মৃতের সংখ্যা ১২৭ জন। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১০৮ জন। তবে আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা এখনও মৃতের চেয়ে কম।
গত ২৪ ঘণ্টায় ৩৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার ফলাফলেই উপাত্তগুলো পাওয়া গেছে। মৃত ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন মহিলা। এদের সবাই ঢাকার অধিবাসী। আজ থেকে এক মাস আগে, ২৩শে মার্চ করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৬ জন, আজ ২৩শে এপ্রিলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ৪১৮৬ এ! এ পর্যন্ত ৬৪টি জেলার মধ্যে ৫৮টি জেলাতেই করোনা রোগী পাওয়া গেছে।
ভিআইপি রোগীদের জন্যে আলাদা হাসপাতাল এবং স্পেশাল ট্রিটমেন্টের খবর প্রকাশিত হয়েছিল গতকাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়েই খবরটা প্রকাশ করেছিল বিভিন্ন মিডিয়া। আজকের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, এমন কোন উদ্যোগ নেয়া হয়নি। দায়িত্বশীল জায়গা থেকে কোন বিচ্ছিন্ন মন্তব্য না করার জন্যেও অনুরোধ করেছেন তিনি।
*
কথা বলুন নিঃসংকোচে
প্রিয় পাঠক, করোনার এই দুঃসময়ে আপনাদের সমস্যা কিংবা ভাবনা আমাদের মন খুলে বলুন। আমরা কথা বলব আপনার হয়ে, জানাব সংশ্লিষ্ট মহলকে। লিখে পাঠান আমাদের ফেসবুক পেজের ইনবক্সে, কিংবা এই মেইল এড্রেসে- choloegiyebd@gmail.com