নতুন শনাক্তদের মধ্যে ৬৯ জন পুরুষ এবং ২৫ জন নারী। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪২৪ জন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ও যানবাহন চলাচলে নিয়ন্ত্রন বাড়ছে আরও এগারো দিন। অর্থাৎ অঘোষিত এই লকডাউন চলবে আগামী ২৫শে এপ্রিল পর্যন্ত। সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বেরোলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। 

এদিকে কোভিড-১৯ রোগে আক্রান্তদের আপডেট জানাতে অনলাইন ব্রিফিং করেছে আইইডিসিআর। গতকাল একশোর ওপরে উঠেছিল সংক্রমণ হওয়া রোগীর সংখ্যাটা। আজ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৯৪। তবে মৃত্যুর সংখ্যায় আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে গত চব্বিশ ঘন্টায়। এই সময়ে ছয় জন মারা গেছেন করোনাভাইরাসের শিকার হয়ে। 

নতুন শনাক্তদের মধ্যে ৬৯ জন পুরুষ এবং ২৫ জন নারী। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪২৪ জন। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গেছেন ২৭ জন। 

সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ১২৯৭টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৪ জন। এরমধ্যে ঢাকায় ৩৭ ও নারায়ণগঞ্জে ১৬ জন। যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩ জন ঢাকার, ২ জন নারায়ণগঞ্জ ও একজন অন্য এলাকার।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা