দেশে করোনা মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩০ জন আর করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২১ জন।

জ্যামিতিক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ২, ৪, ৯, ১৮, ৩৫, ৪১, ৫৪- এর পরে এবার এক লাফে শতক পেরিয়ে গেল একদিনে নতুন আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘন্টায় দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ১১২ জন, আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন। এ নিয়ে দেশে করোনা মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩০ জন আর করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২১ জন।

ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক দিয়েছেন এই তথ্য। গত ২৪ ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে ১০৯৭ জনের শরীরে। যতো বেশি টেস্ট, ততো বেশি পজিটিভ রোগী পাবার সম্ভাবনা- এই ব্যাপারটাই ঘটছে বাংলাদেশে। আর সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। 

আজ শতক ছাড়িয়েছে একদিনে আক্রান্তের সংখ্যা। আগামীকাল সেটা কোথায় গিয়ে দাঁড়াবে, এক মাস পরে কোথায় যাবে পরিস্থিতি- সেটা ভাবতেই দমবদ্ধ একটা অনুভূতি হচ্ছে। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা