এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গিয়েছে ২০ জন। সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট করোনা রোগী ২১৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে নতুন তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ জনে। নতুন করে ৫৪ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং মোট শনাক্তের সংখ্যা এখন ২১৮। নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জন ঢাকার অধিবাসী।

ঠিক এক মাস আগে দেশে প্রথমবারের মত কারো দেহে সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা। এর আগে গতকাল ৪৩ জন এবং এর আগের দিন ৩৫ জন নতুন করে সংক্রমিত হয়েছে বলে জানানো হয়েছিল আইইডিসিআরের পক্ষ থেকে। আক্রান্তদের মধ্যে মোট ৩৩ জন এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রেস ব্রিফিংয়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরা

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা অনলাইন প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, মোট ৯৮১টি পরীক্ষা করা হয় গত ২৪ ঘণ্টায়। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯ জনই ঢাকা শহরের। একজন ঢাকার একটি উপজেলার। বাকিগুলো দেশের বিভিন্ন স্থানের। ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩, নারীর সংখ্যা ২১।
সরকারী  হিসেবে এখন পর্যন্ত মোট মারা গিয়েছে  ২০ জন। সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট করোনা রোগী ২১৮ জন।

ব্রিফিংয়ে আজ উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ৯৮১টির। সাতটি কেন পরীক্ষা হয়নি সাতজনের। এর কারণ পরে জানানো হবে। সানিয়া তাহমিনা বলেন, নমুনাগুলোর মধ্যে ঢাকা থেকে সংগ্রহ করা হয় ঢাকায় ৫৬৩টি। বাকিগুলো ঢাকার বাইরে থেকে এসেছে।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা