চব্বিশ ঘন্টায় মৃত্যু ৫ জনের, নতুন শনাক্ত ৪১
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ১৫ জনই নারায়ণগঞ্জের। যে পাঁচজন মারা গেছেন, তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।
বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৪১, শুধু এই সময়ের মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন। দেশে কোভিড-১৯ রোগে মোট আক্রান্তের সংখ্যাটা দাঁড়িয়েছে ১৬৪ জনে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
গতকাল কোভিড-১৯ রোগে শনাক্ত হয়েছিলেন ৩৫ জন, আজকের ৪১ জনই বাংলাদেশে একদিনে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া সর্বোচ্চ সংখ্যা। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গেছেন ১৭ জন।
ব্রিফিংয়ে আইইডিসিআরের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬০৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩২ জন।
নতুন শনাক্তের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১৩ জন নারী। সেব্রিনা ফ্লোরা বলেন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জকে আমরা ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছি। নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ১৫ জনই নারায়ণগঞ্জের। যে পাঁচজন মারা গেছেন, তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের। মৃত ৫ জনের মধ্যে ২ জন ঢাকার, বাকিরা অন্যান্য জেলার।
নতুন আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের ভেতরে ৪, ২১ থেকে ৩০ এর মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ৯ জন, ৫০ থেকে ৬০ জন ৭ জন এবং ৬০ এর বেশি বয়সের রয়েছেন ৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের, কুমিল্লা, কেরানীগঞ্জ এবং চট্টগ্রামের একজন করে রয়েছেন। মারা যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ চার ও নারী একজন। মৃতদের মধ্যে ৬০ এর বেশি বছরের দুই জন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে একজন রয়েছেন।