শনাক্তের নতুন রেকর্ড: ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ২০২৯ জন!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
দুই হাজার ছাড়িয়ে গেলো শনাক্তের সংখ্যা! ৩১শে মে থেকে অফিস-আদালত-গণপরিবহন সবকিছু 'সীমিত আকারে' খুলে গেলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা ভাবুন এবার...
দীর্ঘ সরকারী ছুটি বাতিলের প্রজ্ঞাপন জারী হবার কথা আজ, জনপ্রশাসন মন্ত্রীর সূত্রে জানা গেছে, ছুটির মেয়াদ বাড়ছে না আর, 'সীমিত পরিসরে' সবকিছু খুলে দেয়ার পথে হাঁটতে যাচ্ছে সরকার। তবে সেই সিদ্ধান্তের পেছনে ধাক্কা দিলো করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যাটা। ২০২৯ জন শনাক্ত হয়েছে করোনা পজিটিভ হিসেবে। বাংলাদেশে একদিনে এটাই সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড।
গত ২৪ ঘন্টায় সরকারী হিসেব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৫৫৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৩২১ জনে। এর আগে গতকাল মঙ্গলবার দেশে ১৫৪১ জন করোনা রোগী শনাক্ত হয়। গতকাল করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন আরও ২২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৩১০ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ৯২৬৭ টি। শুরু থেকে আজ পর্যন্ত মোট কোভিড-১৯ টেষ্ট করা হয়েছে ২৭৫৭৭৬ জনের শরীরে। আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট ৮৪২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার সংখ্যা না বাড়লেও বেড়েছে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা। তাতেই বোঝা যাচ্ছে, পরিস্থিতি ভয়াবহ হচ্ছে দিনকে দিন। কিন্ত জীবন আর জীবিকা দুটোকেই হাতে রাখতে আমরা লকডাউন তুলে দিচ্ছি। ৩১শে মে থেকে অফিস-আদালত-গণপরিবহন সবকিছু খুলে গেলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা নীতি-নির্ধারকরা বুঝতে পারছেন না বোধহয় এখনও...