নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৫৪১ জন আর মৃত্যু হয়েছে ২২ জনের। গত ২৪ ঘণ্টায় ৮,০১৫ টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারে বাংলাদেশ এখন ২২ নাম্বারে অবস্থান করছে...

বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৪১ জন আর মৃত্যু হয়েছে ২২ জনের। গত ২৪ ঘণ্টায় ৮০১৫ টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে বাংলাদেশে মোট কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩৮,২৯২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৪৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭, ৯২৫ জন।

মিঃ হাইজিন: জীবাণুমুক্ত হাতের প্রতিশ্রুতি

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, নমুনা পরীক্ষা করে রোগী শনাক্তের এই হার ২১.৫৬ শতাংশ। বাংলাদেশে নমুনা পরীক্ষা বৃদ্ধির পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যাও বেড়েছে।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকার বাসিন্দা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, ঢাকা মহানগরীতেই কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৪৮ জন।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা