ঈদের দিনে মোট মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়ালো, একদিনে সর্বোচ্চ শনাক্ত ১,৯৭৫ জন!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
করোনায় আক্রান্ত হয়ে আজকেও মারা গেছেন ২১ জন! দীর্ঘ হচ্ছে লাশের মিছিল...
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৯৭৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য জানিয়েছে বিভাগ। এই সময়ে মৃত্যু হয়েছে ২১ জনের।
এর ফলে বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩৫,৫৮৫ জন। সব মিলিয়ে বাংলাদেশে এই রোগে ৫০১ জন মারা গেলেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭,৩৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় ৪৮টি ল্যাবে ৯, ৪৫১টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। এ পর্যন্ত ২ লক্ষ ৫৩ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা পাঁচশো ছাড়াল এমন দিনে যখন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হচ্ছে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের আয়োজন ভিন্ন। নিষেধাজ্ঞা আসে কোলাকুলি করার ক্ষেত্রেও। ঈদ হলেও সব ধরণের স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়।
এর আগে রবিবার সর্বোচ্চ ২৮ জনের মৃত্যুর খবর দিয়েছিল বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ। সেদিন ১৫৩২ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানানো হয়। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ আর সুস্থতার হার ২০ দশমিক ৬১। মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৬ জন পুরুষ আর ৫ জন নারী। তারা ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন আর রংপুর বিভাগের ১ জন বাসিন্দা।
তিনি আরো জানান, বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বয়সের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বয়সের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।
জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫৪ লক্ষ ১১ হাজার মানুষ। তাদের মধ্যে ৩ লক্ষ ৪৫ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের মোট ১৮৮টি দেশ বা অঞ্চলে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।