শনাক্তের সংখ্যায় নতুন রেকর্ড, মৃত্যু ১৬ জনের
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে গত ২৪ ঘন্টায়...
আবারও নতুন রেকর্ড! করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে গত ২৪ ঘন্টায়। এই সময়ের মধ্যে ১৬১৭ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ পর্যন্ত দেশে মোট ২৬৭৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। বাংলাদেশে প্রথম।করোনা রোগীর মৃত্যু হয়েছিল মার্চের ১৮ তারিখে। গত ২ মাস ২ দিনে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৩৮৬ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫১৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০২০৭ জনের। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০৩৮৫২ টি। ঢাকার বাইরে সংক্রমণের দিক থেকে চট্টগ্রামের অবস্থা বেশ নাজুক, গত ২৪ ঘন্টায় সেখানে ১৩১ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।