নতুন রেকর্ড হয়নি আজ, ২৪ ঘন্টায় শনাক্ত ৯৬৯ জন
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
এরপরেও যদি মানুষ সতর্ক না হয়, তাহলে সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে চরম পরিণতির জন্যে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই আমদের।
গতকাল রেকর্ড ১০৩৪ জনকে শনাক্ত করা হয়েছিল করোনা পজিটিভ হিসেবে। গতকালের তুলনায় আজ সংখ্যাটা একটুখানি কম, তবে সেটা স্বস্তি জাগানিয়া নয় মোটেও। অংকটা হাজার ছুঁতে পারেনি আজ। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছে ৯৬৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬৬৬০ জনে।
নতুন করে গত ২৪ ঘন্টায় সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী। সরকারী হিসেবে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৫০ জন। হাসপাতালে যারা ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট ৩১৪৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫৪ জন।
করোনাভাইরাস ধরা পড়ার প্রথম ৬৪ দিনে শুধু আমেরিকাতেই এরচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল, বাংলাদেশ এই তালিকায় দুই নম্বরে আছে। তবে ৬৪ দিনে আমেরিকায় যতজনকে পরীক্ষা করা হয়েছিল, আর বাংলাদেশে যতজনকে পরীক্ষা করা হয়েছে- এই দুটো সংখ্যায় আকাশ পাতাল পার্থক্য।
গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ৬৭৭৩ জনের শরীরে। এই সংখ্যাটা গতকালের চেয়ে কম, আর তাই শনাক্তের সংখ্যাও কিছুটা কম। বাংলাদেশে একদম শুরু থেকে আজ পর্যন্ত মোট কোভিড-১৯ টেষ্ট করা হয়েছে ১৩৬৬৩৮ জনের শরীরে। এর মধ্যে ১৬৬৬০ জন আক্রান্ত, অর্থাৎ প্রতি একশী জনের মধ্যে বারো জনের বেশি করোনা পজিটিভ হিসেবে পাওয়া যাচ্ছে।
এরপরেও যদি এই দেশের মানুষ সতর্ক না হয়, বাচ্চার জামাকাপড় কেনার অজুহাতে মার্কেটে ভীড় জমানো বন্ধ না করে, তথাকথিত সুরাইয়ার আগমনের অপেক্ষায় বসে থাকে- তাহলে সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে চরম পরিণতির জন্যে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই আমদের।