২৪ ঘন্টায় শনাক্ত ১০৩৪ জন, রেকর্ড ভাঙছে প্রতিদিনই!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
প্রোপার লকডাউনের পথে না হেঁটে বরং সবকিছু 'সীমিত আকারে' খুলে দিয়েছি আমরা, ভুলে গিয়েছি, করোনাভাইরাস 'সীমিত আকারে' ছড়ায় না...
সীমিত আকারে শপিং সেন্টার খুলে দেয়া হয়েছে, লোকজন ভীড় জমাচ্ছে বিপনী বিতানে। এর আগে গার্মেন্টস খুলে দেয়া হয়েছে, দুই দফা শ্রমিকদের বাড়ি থেকে ঢাকা আনা-নেয়া করানো হয়েছে। এরপরে মসজিদও খুলে দেয়া হয়েছে, লকডাউন বলে কোনকিছুর অস্তিত্ব নেই এখন আর। করোনাভাইরাসও তাই ছড়াচ্ছে দুর্বার গতিতে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছে একদিনে সর্বোচ্চ ১,০৩৪ জন। এই প্রথম একদিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৮৮৭ জন।
নতুন করে গত ২৪ ঘন্টায় সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে ১১ জন। সরকারী হিসেবে এখন পর্যন্ত মোট মারা গিয়েছে ২৩৯ জন। গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ৭,২০৮ জনের শরীরে। আর তাতেই পজিটিভ রিপোর্ট এসেছে ১০৩৪ জনের। সরকারি হিসেবে আজকে পর্যন্ত করোনায় আক্রান্ত মোট করোনা রোগী ১৫,৬৯১ জন।
হাসপাতালে যারা ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট ২,৯০২ জন। শুরু থেকে আজ পর্যন্ত মোট কোভিড-১৯ টেষ্ট করা হয়েছে ১২৯৮৬৫ জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার বিশেষ স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে এই তথ্য।
করোনাকে সিরিয়াসলি না নেয়ার মাশুলটা কত ভয়ংকরভাবে গুণতে হবে, সেটা জানিনা আমরা। প্রোপার লকডাউনের পথে না হেঁটে বরং সবকিছু 'সীমিত আকারে' খুলে দিয়েছি আমরা, ভুলে গিয়েছি, করোনাভাইরাস 'সীমিত আকার' বলে কিছু বোঝে না, সুযোগ পেলেই সে আঘাত হানবে, ইতিমধ্যেই ভয়াবহ রূপ নিয়েও ফেলেছে, আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতেই সেটা পরিস্কার।