গত ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যায় নতুন রেকর্ড!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

৫৪৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়! এটাই বাংলাদেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত হবার রেকর্ড।
রেকর্ড ভাঙাগড়ার খেলা চলছে যেন! একদিনে সর্বোচ্চ শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা এতদিন ছিল ৫০৩, আজ সেটাকে ছাপিয়ে সর্বোচ্চ ৫৪৯ জন শনাক্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়! এটাই বাংলাদেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত হবার রেকর্ড। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৪৬২ জনে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এদের সবার বয়স ষাটের ওপরে, সবাই ঢাকার বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যাটা দেড়শো পেরিয়ে গিয়েছিল গতকালই, আজ সেটা গিয়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। হাসপাতালে যারা ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ জন, মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় ৪৩৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার হার বাড়ায় সংক্রমণের সংখ্যাও বেড়েছে। এর আগে গতকাল ৪৯৭ জন করোনায় সংক্রমিত হয়েছিলেন। শুধু গত দুইদিনেই শনাক্তের অংকটা এক হাজারের বেশি। ব্যাপারটা যথেষ্ট আশংকাজনক, লকডাউনের মধ্যেও সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ায় এই লকডাউন আমরা কতটা মানছি, সেটা নিয়েও তাই প্রশ্ন থাকছে।

প্রিয় পাঠক, করোনার এই দিনগুলিতে নানাবিধ সমস্যায় জর্জরিত হতেই পারেন আপনি। সেটা হতে পারে অর্থনৈতিক, মানসিক- বা অন্য কিছু। আপনার সমস্যার কথা জানান আমাদের, আমরা চেষ্টা করব সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে অবহিত করার, যাতে বেরিয়ে আসে সমাধানের পথ।