গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪১৮ জন, এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।
কমছে না করোনায় সংক্রমণের সংখ্যা। গতকাল খানিকটা কম মনে হলেও, আজ আবার সংখ্যাটা পেরিয়ে গেছে চারশোর কোটা। গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪১৮ জন, এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৪৫ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ৫৪১৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৬৮০টি এবং পরীক্ষা করা হয়েছে ৩৪৭৬টি নমুনা। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো ৪৬৫৮৯টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন এবং এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়েছে এই তথ্য।
এর আগে, গতকাল শনিবার দেশে ৩০৯ জন করোনা রোগী শনাক্ত হয় ও ৯ জনের মৃত্যু হয়। তবে তখন বলা হয়েছিল, আগেরদিন শুক্রবার থাকার কারণে কিছু নমুনা পরীক্ষার ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছায়নি। সেগুলো আজকের পরিসংখ্যানের সাথে যুক্ত করা হয়েছে।