দুনিয়ার অন্য কোথাও উদ্ধারকারী জাহাজ লঞ্চ উদ্ধার করতে গিয়ে ব্রিজে ধাক্কা দেয়ার ঘটনা কি আগে ঘটেছে?

লঞ্চ ডুবিতে অর্ধশত মানুষের অকাল মৃত্যু তাজা খবর৷ তবে এই খবরের পাশাপাশি আরেকটা অদ্ভুত ঘটনাও ঘটে গেছে।

সময় নিউজের খবর মতে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে আসছিল লঞ্চ উদ্ধার করতে। আসার পথে পড়েছে পোস্তগোলা ব্রিজ। উদ্ধারকারী জাহাজের ক্রুদের ব্রিজ ও জাহাজের উচ্চতা ব্যাপারে ধারণা ছিল না। জাহাজ ইঞ্জিন চালু রাখা অবস্থায় সজোরে আঘাত করেছে ব্রিজে।

ফলাফল, ব্রিজের একাংশের ক্ষতিসাধন এবং জাহাজ আপাতত অচল। উদ্ধারকারী জাহাজ এই ঘটনায় আর কোনো কাজে আসছে না।

স্পিডবোটে করে চলছে উদ্ধার অভিযান

ওদিকে পদ্মা সেতুর কারণে এগোতে পারছে না উদ্ধারকারী অন্য দুই জাহাজ হামজা ও রুস্তম।

আচ্ছা উদ্ধারকারী জাহাজ বানানোর সময় পানির উচ্চতা ব্রিজের উচ্চতা এসব হিসেব করা হয়নি? বা ব্রিজ তৈরির সময় জাহাজের হিসেব ছিল না? ব্রিজের কারণে উদ্ধারকারী জাহাজ যদি আসতেই না পারে, তবে জাহাজ বানানোরই বা কী দরকার?

দুনিয়ার অন্য কোথাও উদ্ধারকারী জাহাজ লঞ্চ উদ্ধার করতে গিয়ে ব্রিজে ধাক্কা দিয়েছে এমন ঘটনা কি আগে ঘটেছে? কী আজব সার্কাসের দেশ আমাদের!


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা